ছবিতে লোকেদের মাথায় ছাতা, ৯ সেকেন্ডে বলুন দেখি কোন ছাতার তলায় মানুষ নেই

ছবিতে লোকেদের মাথায় ছাতা, ৯ সেকেন্ডে বলুন দেখি কোন ছাতার তলায় মানুষ নেই

এক বর্ষণমুখর দিন। শহরের পথে ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছেন পথচারীরা। কিন্তু এই ছবির মধ্যেই কোথাও যেন পড়ে রয়েছে একটা দাবিদারহীন ছাতা। আর সেই ছাতাটিকে খুঁজে বার করাই আজকের চ্যালেঞ্জ। হাতে সময় থাকবে মাত্র ৯ সেকেন্ড।

বাজি ধরে এটুকু বলা যায় যে, এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের ধাঁধার সমাধান করতে রীতিমতো কালঘাম ছুটে যাবে তাবড় বুদ্ধিমানদের। কারণ রংবেরঙের একাধিক ছাতার মধ্যে কোথাও যেন হারিয়ে গিয়েছে দাবিদারহীন ছাতাটিকে। দাবি করা হয় যে, যাঁদের দৃষ্টি বাজপাখির মতো তীব্র এবং তীক্ষ্ণ, তাঁরাই শুধুমাত্র এটা খুঁজে বার করতে পারবেন।

কী দেখা যাচ্ছে ছবিটিতে?

ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে একটা শহর। যেন আকাশ ফুঁড়ে নেমেছে মুষলধারায় বৃষ্টি। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি বিল্ডিংয়ের পাশের রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। আর পাশের ফুটপাত দিয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারীরা। কিন্তু এই দৃশ্যের মধ্যে কোথাও একটা ছাতা পড়ে রয়েছে। যার কোনও দাবিদার নেই। আর সেই ছাতাটিকেই ছবি থেকে খুঁজে বার করতে হবে। হাতে সময় থাকবে মাত্র ৯ সেকেন্ড। দেখে অত্যন্ত সহজ মনে হলেও এই ছবির ধাঁধা ততটাও সহজ নয়। কারণ এখানে দেখা যাচ্ছে রংবেরঙের সারি সারি ছাতা। আর সেই ছাতার ভিড়ে হারিয়ে গিয়েছে দাবিদারহীন ছাতাটি।

কোথায় রয়েছে ছাতাটি?

দাবিদারহীন ছাতাটি খুঁজে পাওয়া গেল কি? নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা সেটি খুঁজে পেয়ে গিয়েছেন, তাঁরা সত্যিই জিনিয়াস। এমনকী দাবি করা হচ্ছে যে, এঁরা এক্সট্রাঅর্ডিনারি। এঁদের বুদ্ধির জোর এবং স্মৃতিশক্তি সাধারণত প্রখর হয়। তবে যাঁরা এখনও খুঁজে পাননি, তাঁদের জন্য তো আমরা আছিই। তা-হলে বলেই দেওয়া যাক, কোথায় আছে সেই দাবিদারহীন ছাতাটি। ছবির ডান দিকে চোখ রাখা যাক। বড় থামওয়ালা বিল্ডিংটির একটি থামের পাশে ঝোপের মধ্যে বন্ধ অবস্থায় রাখা রয়েছে কোনও দাবিদারহীন ছাতাটি।

গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের কঠিন ধাঁধার যত সমাধান করা যাবে, মস্তিষ্কের কার্যকারিতা ততই বৃদ্ধি পাবে। আর যাঁরা এই ধরনের দৃষ্টিবিভ্রমের ধাঁধা বহু চেষ্টার পর সমাধান করতে পারবেন, তাঁরা আরও স্মার্ট ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে উঠতে পারেন।

(Feed Source: indiatv.in)