সবুজ-কালো ডোরাকাটা নকশার মধ্যেই লুকিয়ে আছে দুই শব্দ!অধিকাংশ মানুষই এর হদিশ পাননি

সবুজ-কালো ডোরাকাটা নকশার মধ্যেই লুকিয়ে আছে দুই শব্দ!অধিকাংশ মানুষই এর হদিশ পাননি

কলকাতা: ছবি জুড়ে শুধুই সবুজ আর কালো ডোরাকাটা প্যাটার্ন। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে দু’টো ইংরেজি শব্দ। তবে বাজি ধরে বলা যায় যে, ভাল করে খুঁটিয়ে দেখলেও ওই দুই শব্দের হদিশ পাওয়া প্রায় মুশকিল। অর্থাৎ শব্দ দু’টি বহু খোঁজার পরেও পাওয়া যাবে না। এমনকী যাঁরা চ্যালেঞ্জ নিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ মানুষই ওই দুই শব্দ খুঁজে বার করতে পারেননি। তা-হলে আমরাও নেব না কি এই চ্যালেঞ্জ? যাই হোক, নিয়েই দেখা যাক শব্দ-ধাঁধা খোঁজার চ্যালেঞ্জ!

এতক্ষণে হয়তো সকলেই বুঝে গিয়েছেন যে, এটাও আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন। যা সমাধান করতে তো মজা লাগবেই, আবার সেই সঙ্গে মস্তিষ্কটাকেও একটু শান দিয়ে নেওয়া যাবে। আর এই ধরনের মজার চ্যালেঞ্জ নিয়ে যদি কেউ তা নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করতে পারেন, তা-হলে বুঝতে হবে যে, তাঁর আইকিউ দারুণ। আর তাঁর নজরের তারিফ না-করেও উপায় নেই!

আরও পড়ুন– সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

প্যাটার্নের মাঝে লুকিয়ে রয়েছে শব্দ:

এই অপটিক্যাল ইলিউশনটি তৈরি করেছে রেনবো রিচেস ক্যাসিনো। যা বুঝতে কালঘাম ছুটে গিয়েছে অধিকাংশ মানুষের। কালো আর সবুজ ডোরাকাটা প্যাটার্নের মাঝেই কোথাও যেন বড় অক্ষরে দুটি ইংরেজি শব্দ লেখা রয়েছে। এটা যাঁরা ২০ সেকেন্ডের মধ্যে বার করে দিতে পারবেন, তাঁরা আদতেই সুপার জিনিয়াস। তবে শব্দ দু’টিকে খুঁজে না-পেলেও সমস্যা নেই। কারণ অতিরিক্ত সময় নিয়েও খুঁজে বার করা যেতে পারে ওই শব্দ দু’টি।

আরও পড়ুন– কী দেখছেন প্রথমে? আপনার চরিত্রের এক বিশেষ দিক সম্পর্কে সব বলে দিতে পারে এই ছবি, দেখুন মিলিয়ে

খুঁজে পাওয়া গেল ওই শব্দ দু’টো?

ইতিমধ্যেই যাঁরা খুঁজে পেয়ে গিয়েছেন, বলতেই হচ্ছে যে, তাঁদের নজর খুবই তীক্ষ্ণ। তবে যাঁরা এখনও পাননি, তাঁদের জন্য ছোট্ট একটা হিন্ট দেওয়া যাক। আমরা এটুকু বলে দিতে পারি যে, প্রথম শব্দটি ‘F’ অক্ষর দিয়ে শুরু হচ্ছে। আর দ্বিতীয় শব্দটি শুরু হচ্ছে ‘S’ অক্ষর দিয়ে। এখন কি পাওয়া গেল? অবশ্য এর পরে খুঁজে না-পেলেও কোনও সমস্যা নেই। আমরা তো আছিই। তা-হলে বলে দেওয়া যাক, কোন কোন শব্দ ওই ছবিতে ঘাপটি মেরে রয়েছে। প্রথম শব্দটি হল ‘FREE’ আর দ্বিতীয় শব্দটি হল ‘SPIN’!

(Feed Source: news18.com)