#নয়াদিল্লি: একে বলা হচ্ছে ‘সোলার স্নেক’৷ সূর্যের একটি অত্যাধুনিক মহাজাগতিক ভিডিও সম্প্রতি এই কারণেই তোলপাড় ফেলে দিয়েছে বিজ্ঞানী মহলে৷ ইউরোপীয় সোলার অরবিটের দূরবীনে ধরা পড়া এই ভিডিও দেখলে চমকে যেতে পারেন আপনিও৷
কেমন হঠাৎ করে সূর্যের শরীর বেয়ে ছুটে গেল সাপের মতো একট কিলবিলে রেখা৷ গত সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ঘটে যাওয়া এই ঘটনা দেখে এখন চমকে যাচ্ছেন অনেকেই৷ বিজ্ঞানীদের তরফ থেকে বলা হয়েছে, অপেক্ষাকৃত ঠাণ্ডা গ্যাস এউ আগুনের গোলা সূর্যের শরীরে নিজের যাতায়াতের চেষ্টা চালাচ্ছে, তাতেই এই ঘটনা ঘটেছে৷
Spot the solar snake slithering across the #Sun! 🐍
This ‘tube’ of cooler atmospheric gases snaking its way through the Sun’s magnetic field was captured by @esasolarobiter’s @EuiTelescope on 5 September, ahead of a large eruption 💥
📹 https://t.co/FJgXYq1vwp #ExploreFarther pic.twitter.com/02uIJMMCBH
— ESA Science (@esascience) November 14, 2022