প্রাতর্ভ্রমণের সময় প্রেম, পাকিস্তানে ১৯ বছরের কিশোরীকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধের

প্রাতর্ভ্রমণের সময় প্রেম, পাকিস্তানে ১৯ বছরের কিশোরীকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধের

ভালবাসা যে বয়সের বেড়াজাল মানে না, সে কথা আরও একবার প্রমাণ করল পাকিস্তানের এক জুটি৷ তাঁরা লিয়াকত আলি এবং শুমাইলা আলি৷ সম্প্রতি ৭০ বছর বয়সি লিয়াকত বিয়ে করেছন ১৯-এর কিশোরী শুমাইলাকে৷

তাঁদের কথা প্রকাশ করেছেন ইউটিউবার সৈয়দ বাসিত আলি৷ জানিয়েছেন প্রাতর্ভ্রমণে গিয়ে দু’জনের আলাপ৷ বয়সে ৫১ বছরের বড় সৈয়দকে নির্দ্বিধায় বিয়ে করেছেন শুমাইলা৷

লিয়াকত এবং শুমাইলা দু’জনেই লাহৌরের বাসিন্দা৷ তাঁদের প্রথম দেখা প্রাতর্ভ্রমণে গিয়ে৷ শুমাইলাকে দেখে ভাল লাগে লিয়াকতের৷ কিশোরীর মন পেতে তিনি গান গাইতে শুরু করেন৷ সামনে শুমাইলা জগিং করছেন৷ পিছনে লিয়াকত৷ তাঁর মুখে গুনগুনানি৷

সেখানেই প্রেমের সূত্রপাত৷ তার পর ক্রমশ দানা বাঁধে সম্পর্ক৷ আজ তাঁরা বিবাহিত৷ শুমাইলার কথায়, ‘প্রেমের পথে বয়স বাধা হয়ে দাঁড়ায় না৷ এটা হয়েই যায়৷’

তবে শুমাইলার বাবা মায়ের তরফে স্বভাবতই বাধা এসেছিল৷ তবে পরে সময়ের সঙ্গে সঙ্গে সেই বাধার প্রাচীরও ভেঙে পড়ে৷ মেয়ের ইচ্ছেয় সম্মতি দেন তাঁরাও৷ অন্যদিকে লিয়াকত জানিয়েছেন তাঁর বয়স বেড়ে গেলেও মনের দিক দিয়ে তিনি তরুণ৷ তাছাড়া তিনি মনে করেন আইনত বাধা না থাকলে প্রেমের পথে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না৷ কারণ প্রেম থাকলে বয়সের বাধা কোনও বাধাই নয়৷

লিয়াকত এবং শুমাইলা এখন বিবাহিত সুখী দম্পতি৷ স্ত্রীর হাতের রান্নায় মুগ্ধ লিয়াকত রেস্তরাঁয় খাওয়াই ছেড়ে দিয়েছেন৷

(Feed Source: news18.com)