মাধ্যমিক নিয়ে বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের, স্কুলে স্কুলে গেল জরুরি নির্দেশিকা

মাধ্যমিক নিয়ে বড় নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের, স্কুলে স্কুলে গেল জরুরি নির্দেশিকা

#কলকাতাঃ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়ে রাজ্য স্কুলগুলিতে সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেকটি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষা নিতে হবে। টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটি স্কুলই প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র করবে। কিন্তু সেই প্রশ্নপত্র বাধ্যতামূলকভাবে মধ্যশিক্ষা পর্ষদকে ই-মেল করে পাঠাতে হবে।  এই মর্মে সোমবার স্কুলে স্কুলে নির্দেশিকা পাঠায় পর্ষদ।

প্রত্যেক বছরই মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার তৈরি করে। এ বারও ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপার তৈরি করতে চায় পর্ষদ। পর্ষদ নির্দেশিকা জানিয়েছে, স্কুলগুলির তরফে যে প্রশ্নপত্র পাঠানো হবে সেই প্রশ্নপত্র টেস্ট পেপারে দেওয়া হবে। তবে সব স্কুলের প্রশ্নপত্র নেওয়া সম্ভব নয় বলেও পর্ষদের আধিকারিকরা মেনে নিচ্ছেন। যদিও পর্ষদ প্রত্যেকটি স্কুলে প্রশ্নপত্র কেমন হচ্ছে সেদিকে ও নজরদারি করতে চাইছে বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ।

পর্ষদের অবশ্য যুক্তি প্রত্যেক বছরই বছরে তরফে স্কুলগুলি থেকে প্রশ্নপত্র চাওয়া হয়। তবে এ বারের নির্দেশিকা বাধ্যতামূলকভাবে স্কুলগুলিকে পাঠানোর কথা বলা হয়েছে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র।

ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক শুরু করেছেন পর্ষদের আধিকারিকরা। এ বারে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে চলেছে বলেই অনুমান পর্ষদের। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর, ডিসেম্বর থেকেই বিভিন্ন জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করতে চলেছেন পর্ষদ সভাপতি-সহ অন্যান্য আধিকারিকরা। সে ক্ষেত্রে এ বারের পরীক্ষা নিয়ে বিশেষভাবে সতর্ক ও মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা বিস্তারিত রুটিন দিয়েছে পর্ষদ।

পাশাপাশি এ বারে পুরো সিলেবাসের ওপর মাধ্যমিক নেওয়া হবে। তবে আগামী বছর থেকে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু রদবদল আনা হতে পারে বলে জল্পনা রয়েছে। বিশেষত রাজ্য শিক্ষানীতি কার্যকর হলে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হতে পারে। যদিও তা সময় সাপেক্ষ বলেই পর্ষদ সূত্রে খবর।

(Feed Source: news18.com)