সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়ার প্রধান হলেন সন্ধ্যা

সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়ার প্রধান হলেন সন্ধ্যা

Meta India Sandhya Devanathan: মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন সন্ধ্যা দেবনাথন। বৃহস্পতিবার এই বিষয়ে ঘোষণা করে ফেসবুকের মালিক সংস্থা। ভারতে মেটার ব্যবসার প্রধান হিসাবে দায়িত্ব সামলাবেন সন্ধ্যা।

একটি বিবৃতিতে সংস্থা জানিয়েছে যে, আগামী ১ জানুয়ারি থেকে মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে সন্ধ্যা দেবনাথনের মেয়াদ শুরু হবে। তিনি সংস্থার প্রধান হিসাবে যোগ দিতে ভারতে আসবেন (তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন)। সন্ধ্যা দেবনাথন এরপর অজিত মোহনের পদটি গ্রহণ করবেন। অজিত মোহন গত ৩ নভেম্বর পদত্যাগ করেন। বর্তমানে মেটা ইন্ডিয়ার ডিরেক্টর এবং পার্টনারশিপসের প্রধান মণীশ চোপড়া অন্তর্বর্তী ভিত্তিতে এই পদে রয়েছেন।’

চলতি সপ্তাহের শুরুতেই চাকরি ছাড়েন ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু। একইসঙ্গে সংস্থা ছাড়েন মেটার (ফেসবুক) পাবলিক পলিসির প্রধান রাজীব আগরওয়াল। এর মাত্র ২ সপ্তাহ আগেই ফেসবুক ইন্ডিয়ার প্রধান অজিত মোহন পদত্যাগ করেছিলেন। সন্ধ্যা দেবনাথন 

১. সন্ধ্যা দেবনাথন অন্ধ্র বিশ্ববিদ্যালয় (১৯৯৪-১৯৯৮) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় (১৯৯৮-২০০০) থেকে এমবিএ করেন। ২০১৪ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লিডারশিপের একটি কোর্স করেন।

২. সিটিগ্রুপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় সংস্থায় কাজ করেছেন সন্ধ্যা। ২০০০ সাল থেকে ২০০৯ পর্যন্ত তিনি সিটি গ্রুপে বিভিন্ন পদে কাজ করেছেন। এরপর ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ডে উচ্চপদে চাকরি করেন।

৩. সন্ধ্যা দেবনাথন বিভিন্ন সংস্থার বোর্ড সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অন্যতম হল পেপার ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ, ন্যাশনাল লাইব্রেরি বোর্ড (সিঙ্গাপুর), সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস (সিঙ্গাপুর) এবং উইমেনস ফোরাম ফর দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি।

৪. ২০১৬ সালের শুরুতে তিনি মেটাতে(তখন নাম ছিল ফেসবুক) যোগদান করেন। ইকমার্স, ট্রাভেল এবং ফিনসার্ভ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রুপ ডিরেক্টর হন তিনি। এরপর গত অগস্টে তিনি সিঙ্গাপুরে Meta-র ডিরেক্টর এবং ভিয়েতনামের বিজনেস হেডের পদ গ্রহণ করেন।