দামেও সস্তা, দারুন মাইলেজ! মারুতির নয়া সিএনজি অল্টো কে-১০, ১ লিটারে চলবে ৩৪ কিমি

দামেও সস্তা, দারুন মাইলেজ! মারুতির নয়া সিএনজি অল্টো কে-১০, ১ লিটারে চলবে ৩৪ কিমি

নতুন গাড়ি কিনবেন ভাবছেন? এমন গাড়ি যা দারুন মাইলেজ দেবে অথচ দাম কম? আপনার জন্য আদর্শ মারুতি সুজুকির নয়া অল্টো! এক লিটার তেলে চলবে প্রায় ৩৪ কিমি। অল্টোর এই নয়া মডেলের নাম অল্টো কে-১০ যা S-CNG প্রযুক্তি বিশিষ্ট।

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি। তাদের অল্টো গাড়ি বাজারে যথেষ্ট জনপ্রিয়। এবার নতুন অবতারে বাজার কাঁপাতে অল্টোকে ফিরিয়ে এনেছে মারুতি সুজুকি কর্তৃপক্ষ। সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি সুজুকির নতুন অল্টো কে-১০ গাড়ি। মারুতির তরফে জানানো হয়েছে ফাক্টরি ফিটেড সিএনজি মিলবে ১৩ টি মডেলের গাড়িতে। এখনও পর্যন্ত সংস্থা ১০ লাখ S-CNG গাড়ি বিক্রি করে ফেলেছে।

অল্টো সিএনজি-র দাম ৫.৯৪ লাখ। মাইলেজ লিটার প্রতি ৩৩.৮৫ কিমি। অল্টোর K10 S-CNG তে রয়েছে ১.০ লিটারের ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন। বর্তমানে মারুতির পোর্টফোলিওতে রয়েছে ১৩টি S-CNG মডেল। তালিকায় রয়েছে অল্টো, এস-প্রেসো, ওয়াগনআর, সেলেরিও, ডিজায়ার, এরটিগা, ইকো, সুপার ক্যারি এবং ট্যুর-এস মতো মডেল। কোম্পানির দাবি অনুযায়ী, প্রতি কেজিতে যথাক্রমে ৩৪.০৫, ৩১.৫৯, ৩১.২০ এবং ৩১.১২ কিলোমিটার মাইলেজ দেয়।

মারুতির সিএনজি গাড়িতে রয়েছে বেশ কিছু এক্সট্রা ফিচার্স। যেমন–মাইক্রোসুইচ, যা নিশ্চিত করে যে গাড়ির ইঞ্জিন বন্ধ আছে। রিফুয়েল করার সময় কোনওভাবেই স্টার্ট হতে দেয় না। এর উন্নত ডুয়াল সোলেনয়েড সিস্টেম গ্যাস লিকের ক্ষেত্রে জ্বালানি স্বয়ংক্রিয়ভাবে আটকে দেয়। CNG ফিলার ফিল্টার CNG সিস্টেমকে ক্ষয় এবং ধুলোবালি থেকে রক্ষা করে। গাড়িগুলি পেট্রোল মোডে স্টার্ট নেয়, যার ফলে ইঞ্জিন ভালভাবে লুব্রিকেটেড হয়।

(Feed Source: news18.com)