ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় ‘কালারফুল’ মদন

ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় ‘কালারফুল’ মদন

দীপক ঘোষ, কলকাতা: শুক্রবার বিধানসভা (Assembly) অধিবেশন শুরু হয়েছে। আর প্রথমদিনই বিধানসভার পোর্টিকো, মদন ময়। ঝলমলে পোশাক, প্রতিটি আঙুলে ঝিকমিক করছে নতুন আংটি। হঠাত্‍ই করিডরে দেখা লাভলি মৈত্রের (Lovely Maitri) সঙ্গে।                                                                                        

রানি রঙা পাঞ্জাবি লাল কোচা দেওয়া ধুতি, সবুজ ওড়না। হাত ভর্তি আংটি। বিধানসভার পোর্টিকোয় যেন রঙের ছড়াছড়ি। এই রংবাহারির সৌজন্যে ‘কালারফুল’ মদন মিত্র। কখনও সেলফি তুলছেন, কখনও আবার কারও আবদারে পোজ দিচ্ছেন।

বিধানসভার করিডর তখন মদন ময়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একবার বলেও উঠলেন ও লাভলি। তখনই হঠাত্‍ পিছন থেকে এগিয়ে এলেন, লাভলি, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বিধায়ক লাভলি, এবং মদনের ও লাভলি বন্দি হল এক ফ্রেমে।

আসলে মদন মিত্র মানেই বাহারি পোশাক। নিত্যনতুন কত যে চশমা পড়েন, নিজেও গুনে দেখেননি। এরই মধ্যে একটি বিখ্যাত চশমার ব্র্যান্ড প্রমোট করার প্রস্তাব নাকি এসেছে তাঁর কাছে। কামারহাটি বিধায়ক বলেন, “আমার সাজতে ইচ্ছে করে। কেন, আমি যখন বেরোই, তখন আমাকে একজন বলল যে, তুমি আজকে সাজো। তোমার সাজটাকে লুক সেট করে নাও। আমি কোনওদিন এসব আংটি পরি না। জোর করে পরিয়ে দিল। কারণ, একটা লুক সেট হবে। যে লুক সেটটায় ওই লুকটা দেখলেই বোঝা যাবে, এটা শুধুমাত্র মদন মিত্রের জন্যই ঠিক করা।”

সারদা কাণ্ডে জেলবন্দি হওয়ার পর, মুক্ত হলেও মন্ত্রীর চেয়ার আর ফিরে পাননি মদন। তবুও তিনি মানেই, সব আকর্ষণের কেন্দ্রবিন্দু। কামারহাটি বিধায়কের সাজসজ্জা, তাঁর গাওয়া গান, তাঁর ডায়লগ, নামটুকুই যথেষ্ট!

(Feed Source: abplive.com)