Dengue in Bengal: কমছে না ডেঙ্গির দাপট, রাজ্যে নতুন করে আক্রান্ত ৫৯৪

Dengue in Bengal: কমছে না ডেঙ্গির দাপট, রাজ্যে নতুন করে আক্রান্ত ৫৯৪

মৈত্রেয়ী ভট্টাচার্য: রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতায় ওই সংখ্যা বেশ আতঙ্কের। রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ৫৯৪ জন। গত একদিনে ৪৯৫৯ জনের ডেঙ্গি পরীক্ষা করা হয়েছে। গতকালও আক্রান্তের সংখ্য়া এরকমই ছিল। ফলে কোনওভাবেই ডেঙ্গির দাপট কম হচ্ছে না। ফলে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে স্বাস্থ্য দফতরের কপালে। তবে স্বাস্থ্যকর্তাদের আশা শীতে ক্রমশ বাড়ছে এবং বৃষ্টি বন্ধ হয়েছে। এর ফলে ডেঙ্গি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে পারে।

উল্লেখ্য, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক আগেই পঞ্চাশ হাজার পেরিয়ে গিয়েছে। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্ত সংখ্যা বেশি। স্বাস্থ্যভবন সূত্রে খবর, শুরুর দিকে রাজ্যে দাপট দেখাচ্ছিল ডেঙ্গ-৩ ভ্যারিয়্যান্ট। পরে সংক্রমণের হার বাড়ায় ডেঙ্গ-২-ও। সাধারণভাবে ডেঙ্গির ৪ রকমের সেরোটাইপ বা প্রজাতির দাপট-ই ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়। কোন সেরোটাইপের দাপট বেশি, তার উপর নির্ভর করে রাজ্যের সার্বিক ডেঙ্গি চিত্র। ডেঙ্গ-৩-এর প্রভাবে সাধারণত প্লেটলেট কমে গিয়ে রোগীর বিপদ দেখা দিয়ে থাকে। অন্যদিকে, ডেঙ্গির ডেঙ্গ-২ প্রজাতি রোগীর একাধিক অঙ্গে হানা দিয়ে শক সিন্ড্রোম ডেকে আনে।

কী কী উপসর্গ দেখে বোঝা যাবে?

ফর্টিস হাসপাতালের সংক্রমক ব্যাধি বিভাগের চিকিৎসক ডঃ কীর্তি সবনিস বলেন জানান, হাড়ের জয়েন্টে ব্যথা কিংবা গা-হাত-পায়ে বেদনা, প্রচণ্ড জ্বর, গায়ে র‍্যাশ বেরনো, বমি আর মাথা ব্যথা, এই সবকটি উপসর্গ থাকলে বুঝতে হবে আপনার ডেঙ্গি হলেও হতে পারে।  এছাড়াও ডেঙ্গির আরও গুরুতর কিছু উপসর্গ রয়েছে যেমন-  মুখ আর নাক দিয়ে রক্তক্ষরণ,প্লেটলেট কমে যাওয়া, শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হওয়া, চামড়ায় কালো কালো ছোপ দেওখা যাওয়া, পেটে অসম্ভব ব্যথা হওয়া।

(Feed Source: zeenews.com)