মুখ্যমন্ত্রীর উদ্বোধনে বিধানসভায় ফের ‘আমন্ত্রণ’ বিতর্ক! ‘অ-সৌজন্য’ জিগির…

মুখ্যমন্ত্রীর উদ্বোধনে বিধানসভায় ফের ‘আমন্ত্রণ’ বিতর্ক! ‘অ-সৌজন্য’ জিগির…

#কলকাতা: বিধানসভায় সংগ্রহশালা ও গ্রন্থাগারের জন্য তৈরি প্লাটিনাম জুবিলি বিল্ডিং এর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরেও বিতর্ক পিছু ছাড়ল না। উদ্বোধনের আমন্ত্রণ পত্রে বিরোধী দলনেতার নাম না থাকাকে কেন্দ্র করে বিরোধী দলনেতার কটাক্ষে শাসক-বিরোধী অ-সৌজন্যের চলতি রাজনীতির ঢাকে আবার কাঠি পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামী ২৫ শে নভেম্বর বিধানসভায় প্লাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং এর উদ্বোধন। আসলে, বিধানসভার গ্রন্থাগার ও সংগ্রহশালা। বেলা দেড়টায় বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে, নব নির্মিত এই ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিধানসভার তরফে আজ এই অনুষ্ঠানের  আমন্ত্রন পত্র বিলি শুরুর পরেই তাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনীতির টানাপোড়েন।

সরকারি আমন্ত্রন পত্রে নেই বিরোধী দলনেতার নাম। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী নিজেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সরকার সর্বদাই বলে, তারা নাকি বিরোধীদের গুরুত্ব দেয়। এটা তার আরেকটা নমুনা। প্রথাভাঙা ঠিক নয় বলেও সরকারকে সতর্ক করেন তিনি।

দীর্ঘদিন ধরে বিধানসভার সঙ্গে যুক্ত মহলও মনে করছে,  বিধানসভার রীতি অনুযায়ী বিরোধী দলনেতার মর্যদা মুখ্যমন্ত্রীর সমান। রাজনীতির ময়দানে প্রতিপক্ষের সঙ্গে লড়াই অবশ্যই থাকবে কিন্তু সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতাকে গুরুত্ব দিতে হবে। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মতে, “আসলে এখানে তৃণমূল সরকার আর কেন্দ্রের বিজেপি সরকার, পরস্পরের পরিপূরক। কেউই গণতন্ত্রের পক্ষে নয়। তাই, দিল্লিতে মোদি সরকার বিরোধীদের সঙ্গে যে আচরণ করে, রাজ্যে মমতার সরকারও বিরোধীদের প্রতি এক এবং অভিন্ন আচরণ করতেই অভ্যস্ত।”

রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, ‘আমন্ত্রণ’ রাজনীতিতে লাভ হল বিজেপিরই। কারণ, নন্দীগ্রামে নির্বাচনের পর থেকেই একমাত্র বিধানসভার অধিবেশন ছাড়া বাইরে যেকোনও  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মুখোমুখি হননি।  সেক্ষেত্রে, আমন্ত্রণ পত্রে নাৃম থাকলেও ওই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর যোগ দেওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু, নাম না দেওয়ায় এখন এই বিষয়টিকেই হাতিয়ার করতে চাইবেন গেরুয়া শিবির।তবে, বিজেপি পরিষদীয় দল মনে করে, আমন্ত্রণের চিঠিতে নাম না দিয়ে সরকার বিরোধী দলনেতাকে নয় বিরোধী দলনেতার আসনকে অমর্যদা করেছে। তবে, তার জন্য এই অনুষ্ঠান বয়কট করার মত কোন সিদ্ধান্ত তারা এখনই নিচ্ছেন না।

(Feed Source: news18.com)