মানুষের মতো দেখতে বাদুড়-মাছ! গভীর সমুদ্রে মিলল অবাক করা প্রাণী! তুমুল ভাইরাল

মানুষের মতো দেখতে বাদুড়-মাছ! গভীর সমুদ্রে মিলল অবাক করা প্রাণী! তুমুল ভাইরাল

#ওয়াশিংটন: সমুদ্রের নীচে যে কী কী থাকতে পারে তার আন্দাজ থাকলেও এখনও অনেক কিছুই আবিষ্কার করা সম্ভব হয়নি। একটা অন্য জগত নিজেদের মতো করে সংসার যাপন করছে জলের তলে! এর থেকে বড় বিস্ময় আর কী বা হতে পারে! নানা রকম রঙ বেরঙের মাছের সঙ্গে মিলে মিশে সংসার করে সামুদ্রিক প্রাণীরা। আর এই সব প্রাণীদের মধ্যে এক অদ্ভুত জাল ছড়ানো আছে। সম্প্রতি scientists of Museums Victoria Research Institute প্রকাশ্যে আনে এক চাঞ্চল্যকর তথ্য।

ভারত মহাসাগরে এমন সব প্রাণী রয়েছে যা চমকে দেবে আপনাকে। এই গবেষণা করতে গিয়েই ওই সাইন্টিস্টদের একটি দল বেশ কিছু অদ্ভুত দর্শন প্রাণী আবিষ্কার করেন। সমুদ্রের নীচে কি কি যে ডুবে রয়েছে তা ধরাণার বাইরে। তাঁদের প্রকাশিত রিপোর্টে এবং ছবিতে চাঞ্চল্য তৈরি হয়েছে !

ভারত মহাসাগরের তলে তাঁরা আবিস্কার করেন গভীর সমুদ্রের তলে রয়েছে কিছু ব্যাটফিশ। যাদের তাঁরা নাম দিয়েছেন ডিপ সি ব্যাটফিশ। অর্ধাৎ বাদুড়-মাছ। এই বাদুড় মাছগুলিকে দেখতে অনেকটাই অন্যরকম। মুখের মধ্যে স্পষ্ট রয়েছে বেশ বড় বড় দুটি চোখ। নাক ও ঠোঁট। গোল চোখের এই বাদুড় মাছ দেখলে এক ঝলকে মনে হতেই পারে মানুষের মুখ! অনেকটা সেই আদল ফুটে ওঠে মাছের মুখে। মুহূর্তে ভাইরাল হয় এই ছবি।

(Feed Source: news18.com)