ব্রাজিলকে হারিয়েও বিদায় ক্যামেরুনের! আবু বকরের গোলে নতুন ইতিহাস

ব্রাজিলকে হারিয়েও বিদায় ক্যামেরুনের! আবু বকরের গোলে নতুন ইতিহাস

ক্যামেরুন – ১ব্রাজিল – ০

#দোহা: ৩২ বছর পর আবার ইতিহাসে ক্যামেরুন ফুটবল দল। ১৯৯০ সালে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল তারা। এদিন প্রবল পরাক্রমশালী ব্রাজিলকে হারিয়ে দিল তারা, প্রথম আফ্রিকার দেশ হিসেবে এই কীর্তি গড়ল তারা। বুঝিয়ে দিয়ে গেল ফুটবলে সব সম্ভব। একসঙ্গে ২০১৪ সালে বিশ্বকাপের পরাজয়ের বদলা নিল তারা।

আট বছর আগে নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিল জিতেছিল ৪-১ গোলে। এমনিতে বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল আফ্রিকার কোনও দলের কাছে হারেনি আজকের আগে পর্যন্ত। দেখার ছিল আজ ক্যামেরুন সেই ইতিহাস পাল্টাতে পারে কিনা। এমনিতেই বিশ্বকাপের শেষ ষোলোয় কোয়ালিফাই করে গিয়েছিল ব্রাজিল। সেই অর্থে আজকের ম্যাচটা ছিল নিয়ম রক্ষার।

পাশাপাশি এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপের তিনটে ম্যাচ জিততে পারে কিনা ব্রাজিল সেটাও ছিল দেখার। প্রায় পুরো দলটাই পাল্টে ফেলেছিলেন কোচ তিতে। ব্রাজিল দল স্টেডিয়ামে পৌঁছনোর যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে ফেডারেশনের তরফে, তাতেও দেখা যাচ্ছে, দলের সঙ্গে স্টেডিয়ামে নেইমারও। একের পর এক সুযোগ পাচ্ছে ব্রাজিল।

ফিল্ড প্লেই শুধু নয়, দুটি ফ্রি-কিকও পেয়েছিল ব্রাজিল। যদিও স্কোর লাইনে কোনও ছাপ পড়েনি। রডরিগো, মার্টিনেলি, অ্যান্টনিরা প্রথম থেকেই দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন ব্রাজিলের জার্সিতে। একমাত্র স্ট্রাইকার হিসেবে ছিলেন জাব্রিয়েল জেসাস। ব্রাজিল সব করছিল, শুধু গোল করতে পারছিল না। ফুটবল কিন্তু গোলের খেলা। অতিরিক্ত সময়ের শুরুতে সেটাই প্রমাণ করল ক্যামেরুন।

ডান দিক থেকে ভেসে আসা একটা বলে হেড করে ব্রাজিলের জালে পাঠিয়ে দিলেন ভিন্সেন্ট আবু বকর। দর্শকের ভূমিকায় ছিলেন গোলরক্ষক এডারসন। নেইমার তখন ডাগ আউট বসে অবাক হয়ে দেখছেন। ব্রাজিল শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। কিন্তু গোল শোধ করতে পারল না।

আবু বকর উত্তেজনায় জার্সি খুলে লাল কার্ড দেখলেন। কিন্তু তাতে কি? অন্যদিকে সুইজারল্যান্ড হারিয়ে দিল সার্বিয়াকে। গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেল ব্রাজিল। তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ক্যামেরুন ছিটকে গেল বটে। কিন্তু মাথা উঁচু করে। আফ্রিকান সিংহদের গর্জন কাঁপিয়ে দিয়ে গেল কাতারের মাঠ।

ব্রাজিলের সাম্বা ব্রিগেড এই ফল আশা করেনি।অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে খেলবে সুইজারল্যান্ড। মাঠে ক্যামেরুনের গোলের পর ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে আওয়াজ ছিল না এক ফোঁটা।

(Feed Source: news18.com)