সাংঘাতিক! বাস চালানোর সময় হার্ট অ্যাটাক চালকের, ধাক্কা পরপর গাড়িতে

সাংঘাতিক! বাস চালানোর সময় হার্ট অ্যাটাক চালকের, ধাক্কা পরপর গাড়িতে

#জব্বলপুর: মধ্যপ্রদেশে জব্বলপুরে মর্মান্তিক দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় আচমকা বাইক, অটোকে ধাক্কা মেরে এগিয়ে চলেছে বাস। এমনকী বাসে ধাক্কাও খেতে দেখা যাচ্ছে এক বাইক চালককে। ভিডিওটি সামনে আসতেই কেঁপে উঠেছেন সকলে।

পরে জানা যায়, ওই বাস চালকের হার্ট অ্যাটাক হয়েছিল। বাস চালানোর সময়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি অনিয়ন্ত্রিত হয়ে বাইক, গাড়ি ও টোটোকে ধাক্কা মেরে চলে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জনের বেশি। এক জনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন সকলে। দুর্ঘটনার সময়ে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

ফুটেজে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় সেই সময়ে অনেকটাই ভিড় ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিল বাসটি। কিন্তু আচমকাই বাসটি প্রথমে টোটোকে ধাক্কা মারে। তারপরে একটা বাইকে সোজা ধাক্কা মারে। রাস্তায় থাকা পথচারী থেকে শুরু করে গাড়ির চালকরা সকলে হতবাক হয়ে যান।

জানা গিয়েছে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন। একজনের অবস্থা অতি গুরুতর। ওই গাড়ি চালকের শারীরিক অবস্থা এখনও জানা যায়নি। তবে আরও বড় দুর্ঘটনা যে হতে পারত, তা আশঙ্কা করছেন অনেকে।

হার্ট অ্যাটার্কের ফলে ওই বাস চালকের শারীরিক অবস্থা শোচনীয় হয়ে যায়। ফলে রাস্তায় থাকা একের পর এত গাড়িতে ধাক্কা মারতে থাকে গাড়িটি।শেষে অনেক কষ্টে সেই বাসটিকে থামানো যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে পুলিশও।

(Feed Source: news18.com)