#মুম্বই: কোভিডের কারণেই কি হঠাৎ কড়াকড়ি? মুম্বইয়ে ১৪৪ ধারা জারি প্রশাসনের। আজ, অর্থাৎ, ৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
এই সময়কালেের মধ্যে ৫ জনের বেশি জমায়েত করা যাবে না কোনও জায়গায়। ব্যবহার করা যাবে না কোনও অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র। পাবলিক মিটিং-মিছিল, স্লোগানিং-সব বন্ধ।
সামাজিক অনুষ্ঠানে বড় রকমের জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই প্রশাসন। এছাড়াও, ক্লাব, সিনেমা হল, থিয়েটারে জমায়েতেও ক্ষেত্রেও বহাল থাকছে একই নিয়ম।
শুক্রবার মুম্বই পুলিশের তরফে জারি করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের তরফে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার একটিও যদি কেউ লঙ্ঘন করেন, তাহলে সেই নাগরিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।
২০২১ এর ডিসেম্বরের ৩০-৩১ তারিখ থেকে ২০২২ এর ২-৩ জানুয়ারির মধ্যে হুহু করে বেড়ে গিয়েছিল করোনা ডেল্টা স্ট্রেনের সংক্রমণ। সাড়া দেশে আছড়ে পড়েছিল করানার তৃতীয় ঢেউ। সেই সময় সংক্রমণের অন্যতম হটস্পট হয়ে উঠেছিল এই মহারাষ্ট্র। সবচেয়ে খারাপ অবস্থা ছিল মুম্বইয়ের।
এবার বর্ষশেষের সময়ে মানুষের জমায়েতে লাগাম পরাতেই কি মুম্বইয়ে এই ১৪৪ ধারার সিদ্ধান্ত? পুলিশ-প্রশাসনের তরফে অবশ্য স্পষ্ট করে সে বিষয়ে কিছু জানানো হয়নি।