গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুষমা নাসরিন (তানিয়ার) বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনপ্রতিনিধি, এসএমসি সদস্য ও অভিভাবকগণ। রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান- সুষমা নাসরিন (তানিয়া) এ স্কুলে যোগদানের পর থেকে স্কুলের শিক্ষার্থী, এসএমসি সদস্য ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এ কারণে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন হ্রাস পাচ্ছে। তাই এই শিক্ষকের তাঁরা বদলি চাচ্ছেন। এ ঘটনায় তাঁরা ইতোমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুষমা নাসরিন (তানিয়া) সাংবাদিকদের জানান- তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। অতিসম্প্রতি স্থানীয় কয়েকজন স্কুলের প্রজেক্টর নেয়ার জন্য দাবি করেছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রজেক্টর না দেয়ায় তাঁরা ক্ষুব্দ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
সান নিউজ/এসআই