বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে আহত শিশু

বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে আহত শিশু

ফের রাজ্যে বোমা বিস্ফোরণে আহত শিশু। মঙ্গলবার বসিরহাটের রামনগর এলাকায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে শিশু। আহত হয়েছে শিশুটির মা-ও। তবে বিস্ফোরণের কথা স্বীকার করেনি পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে সবাই তখন যে যার কাজে ব্যস্ত। তখনই স্থানীয় একটি বাড়ির রান্নাঘর থেকে বিস্ফোরণের বিকট শব্দ পান তাঁরা। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার ফেটেছে ভেবে ছুটে গিয়েছে দেখেন, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি শিশু। পাশে আহত অবস্থায় কাতরাচ্ছে তার মা সোনিয়া বিবি।

আহত সোনিয়া বিবি প্রতিবেশীদের জানান, তিনি রান্নাঘরে রান্না করছিলেন। তখনই কোথা থেকে বল ভেবে বোমা নিয়ে হাজির হয় ছেলে। বোমাটি ছেলেকে বাইরে রেখে আসতে বলেন তিনি। এর মধ্যেই প্রবল শব্দে ফাটে বোমাটি।

বোমার আঘাতে শিশুটির মুখে গুরুতর ক্ষত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আঘাত লেগেছে তার মায়ের পায়েও। তাদের বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের খবর অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, এরকম কোনও বিস্ফোরণের খবর তাদের জানা নেই।

ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কে বা কারা এলাকায় বোমা ফেলে গেল তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।