শুরু থেকেই আপ- বিজেপি কড়া টক্কর, ১৫ বছর পর কি দিল্লি পুরসভার হাত বদল? চলছে গণনা

শুরু থেকেই আপ- বিজেপি কড়া টক্কর, ১৫ বছর পর কি দিল্লি পুরসভার হাত বদল? চলছে গণনা

#দিল্লি: আগামিকাল গুজরাত, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ তার আগে, আজ কি রাজধানীর বুকে বিজেপি-কে একপ্রস্ত ধাক্কা দিতে পারবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি? তিন দশক ক্ষমতায় থাকার পরে অরবিন্দ কেজরিওয়ালের দল বিজেপি-র হাত থেকে দিল্লি পুরসভা ছিনিয়ে নিতে পারে কি না, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে৷

এ দিন সকাল থেকেই ২৫০ আসনের দিল্লি পুরনিগমের ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে৷ প্রত্যাশিত ভাবেই শুরু থেকে গেরুয়া শিবিরকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ছুড়ে দিয়েছে আপ৷

প্রাথমিক ভাবে যে ফলাফল উঠে আসছে, তাতে ১১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ১২৫টি আসনে৷ কংগ্রেস এগিয়ে রয়েছে তিনটি আসনে৷

দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা দিল্লি পুরসভা গত ১৫ বছর ধরে দখলে রেখেছে বিজেপি৷ কিন্তু বিভিন্ন এক্সিট পোলের ইঙ্গিত ছিল, এবার দিল্লি পুরসভাও আপ-এর দখলেই আসতে চলেছে৷

দিল্লি পুরসভার ফলাফল বরাবরই রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ এই নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে৷ কয়েকটি ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের থেকেও বেশি আর্থিক বাজেট হয় দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের।

(Feed Source: abplive.com)