এক সপ্তাহে দ্বিতীয়বার, মোদীর বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা

এক সপ্তাহে দ্বিতীয়বার, মোদীর বৈঠকে যোগ দিতে চলেছেন মমতা

জি ২০ বৈঠকের আয়োজন নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। তেমনটা এক সপ্তাহে দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগদান করবেন তিনি।

গত ৫ ডিসেম্বর জি ২০ বৈঠকের প্রস্তুতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও মোদীর সঙ্গে তাঁর কোনও একান্ত বৈঠক হয়নি। চার দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরে ফের মোদীর ডাকা বৈঠকে যোগদান করতে চলেছেন তিনি।

জি ২০ বৈঠকের বেশ কয়েকটি অনুষ্ঠান পশ্চিমবঙ্গেও হবে। তার প্রস্তুতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রীর। ওদিকে মোদী মমতা সাক্ষাতের পরেই রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মোদী মমতা সাক্ষাতের নানা তাৎপর্য খুঁজছে রাজনৈতিক মহল। যে মমতা মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ৯ মাস তাঁর মুখদর্শন করেননি। এমনকী দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা একের পর এক বৈঠকে অনুপস্থিত থেকেছেন তিনি। সেই মমতার হঠাৎ করে মোদীর ডাকা বৈঠকে যোগদানের ধুম সন্দেহজনক ঠেকেছে অনেকের।