Assam: IIT অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার কোয়ার্টার থেকে, থাকতেন একলাই

Assam: IIT অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার কোয়ার্টার থেকে, থাকতেন একলাই

বিশ্ব কল্যাণ পুরকায়স্থ

আইআইটি গুয়াহাটির এক অ্য়াসিস্ট্যান্ট প্রফেসরের দেহ উদ্ধার হল তাঁর কোয়ার্টার থেকে। ৪৭ বছর বয়সী ওই অধ্যাপকের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত অধ্যাপকের নাম ডঃ সমীর কামাল। তিনি আইআইটি গুয়াহাটির অঙ্ক বিভাগে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় তাঁরা ফোন পান আইআইটি থেকে। এরপরই দরজা ভাঙা হয়। দরজা ভেঙে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এটিতে পচন ধরে গিয়েছে। স্থানীয়রা পচা গন্ধ পেয়ে আমাদের খবর দিয়েছিলেন। কামরূপের পুলিশ সুপার হীতেশ চন্দ্র রায় জানিয়েছেন, মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা।

শনিবার পুলিশ সুপার জানিয়েছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসারে যেটা মনে করা হচ্ছে যে এটা একটা আত্মহত্যার ঘটনা। তবে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে হবে।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ওই ব্য়ক্তি আদতে নিউ দিল্লির পশ্চিম বিহারের বাসিন্দা। তিনি ব্যাচেলর ছিলেন। একাই আইআইটি গুয়াহাটিতে থাকতেন। গুয়াহাটির ইনস্টিটিউটে আসার পর থেকেই তিনি একলাই থাকতেন।

এদিকে তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সুইসাইডের ঘটনা হয়ে থাকলে কেন তিনি এই চরম পথ বেছে নিলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছেন দেহটিতে পচন ধরেছে। তবে কি দিন কয়েক আগেই এই ঘটনা হয়েছে? পুলিশ ইতিমধ্যেই সব দিক খতিয়ে দেখছে। আইআইটি চত্বরেও এনিয়ে চর্চা শুরু হয়েছে। অধ্যাপকের এই করুণ পরিণতি মানতে পারছেন না অনেকেই।