বাজারে লেনদেনের সময় বাড়ানোর কথা ঘোষণা করল আরবিআই! কবে থেকে নতুন সময়, জানুন বিশদ

বাজারে লেনদেনের সময় বাড়ানোর কথা ঘোষণা করল আরবিআই! কবে থেকে নতুন সময়, জানুন বিশদ

#মুম্বাই: বাজারের ট্রেডিংয়ের সময় সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বাজারের ট্রেডিংয়ের সময় বাড়িয়ে দেওয়ার কথা বুধবারই ঘোষণা করা হয়েছে।

জানা যাচ্ছে যে, এখন থেকে করোনা পূর্ববর্তী সময়ের মতোই বাজারে ব্যবসা হবে। আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে আরবিআই-এর এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এই সিদ্ধান্তের পরে কল/নোটিস/টার্ম মানি, বাণিজ্যিক কাগজপত্র এবং সার্টিফিকেটস অফ ডিপোজিটস, কর্পোরেট বন্ডে রেপো এবং রুপি ইনভেস্ট রেট ডেরিভেটিভসে আরও দেড় ঘণ্টা বেশি সময় ধরে বাণিজ্য চলবে।

আরও পড়ুন:  এই দুই ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৯ শতাংশের বেশি সুদ, দেখে নিন এক ঝলকে!

মানিকন্ট্রোল-এর একটি রিপোর্টে বলা হয়েছে যে, দুই বছর আগে করোনা অতিমারী এসেছিল। সেই সময় অর্থাৎ ২০২০ সালের ৭ এপ্রিল নাগাদ বাণিজ্যের সময় বা ট্রেডিংয়ের সময় কমানো হয়েছিল। আসলে করোনা ভাইরাসের দাপট স্বাভাবিক জনজীবনের উপর প্রভাব ফেলেছিল এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছিল। এর জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও এখন ট্রেডিংয়ের সময়টাকে আগের মতো ট্র্যাকে আনার চেষ্টা করছে।

চলতি বছরের ১৮ এপ্রিল নাগাদ রেগুলেটেড মার্কেট আওয়ার্সের জন্য ওপেনিং বা খোলার সময়টা পরিবর্তন করে সকাল ৯টা করে দেওয়া হয়েছিল। বর্তমানে এই সময়টাকে সম্পূর্ণ ভাবে কোভিড-পূর্ববর্তী সময়ের মতোই করে দেওয়ার কথা ঘোষণা করা হল। যা আগামী ১২ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সময়সীমায় কেমন পরিবর্তন আনা হল?

এই মুহূর্তে কল/নোটিস/টার্ম মানি মার্কেটে সকাল ৯টা থেকে দুপুর ৩টে ৩০মিনিট পর্যন্ত কারবার চলে। আগামী ১২ ডিসেম্বর থেকে এই সময়সীমা বদলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করে দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট সিকিউরিটির রেপো মার্কেটে এখন সকাল ৯টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত কাজকর্ম চলছে। আগামী সোমবার থেকেও সকাল ৯টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত কাজ চলবে। অর্থাৎ এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হবে না। কমার্শিয়াল পেপার এবং সার্টিফিকেট অফ ডিপোজিটস মার্কেটে লেনদেনের বর্তমান সময় হচ্ছে সকাল ৯টা থেকে দুপুর ৩টে ৩০ মিনিট। সোমবার থেকে এই সময়সীমা বদলে করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

কর্পোরেট বন্ডস রেপোর সময়ও এখন সকাল ৯টা থেকে দুপুর ৩টে ৩০ মিনিট পর্যন্ত। পরের সপ্তাহ থেকে এই সময়সীমা হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রুপি ইনভেস্ট রেট ডেরিভেটিভসের উপর ট্রেডিংয়ের সময় বর্তমানে সকাল ৯টা থেকে দুপুর ৩টে ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ ডিসেম্বর থেকে এখানেও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লেনদেন চলবে।

(Feed Source: news18.com)