রাত হলেই স্বামীর এই ‘বদভ্যাস’! নাজেহাল স্ত্রী শেষ পর্যন্ত যা করলেন

রাত হলেই স্বামীর এই ‘বদভ্যাস’! নাজেহাল স্ত্রী শেষ পর্যন্ত যা করলেন

#চিন: রাত হলেই স্বামীর ‘বদভ্যাস’। সেই ‘বদভ্যাসে’ জর্জরিত হয়ে শেষে ডির্ভোস চাইলেন স্ত্রী। এমনকী ওই মহিলাকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়ে দিয়েছে আদালত। তবে এই ‘বদভ্যাস’ শুনলে অনেকেই চমকে উঠবেন। কারণ, এই ‘বদভ্যাস’ হল মাছ ধরা।

সম্প্রতি চিনের এক মহিলা তাঁর স্বামীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন। ওই মহিলার দাবি, রোজ ভোরবেলায় উঠতে হয় তাঁকে। দুই সন্তানের টিফিন বানানো, তারপরে তাঁদের স্কুলে পাঠানো দিয়ে কাজ শুরু হয়। এর পরে বাড়ির সমস্ত কাজ সারতে হয়। সারদিন প্রচুর পরিশ্রম করতে হয় তাঁকে।

ওই মহিলার দাবি, তাঁর স্বামী তাঁকে কোনও সাহায্য করেন না। এমনকী যখন ওই মহিলার হাতে অনেক কাজ থাকে, তখন তাঁর স্বামী সোফায় শুয়ে থাকেন। ওই মহিলার আরও দাবি, রাতের বেলাতেও স্বামী বাড়ি থাকেন না। মাছ ধরার নেশা আছে। সেখানেই সারা রাত কাটান স্বামী। দিনের বেলা বাড়িতে শুয়ে থাকেন। এমনকী কাজে যেতেও গড়িমসি করছেন তাঁর স্বামী।

আদালতে একথা বলার পরে বিচারক ওই মহিলাকে বিবাহবিচ্ছেদের অনুমতি দেন। পাশাপাশি তাঁর স্বামীকে তীব্র ভাষায় তিরষ্কার করেন। বিচারক বলেন, মাছ ধরার নেশা খুব বাজে না। কিন্তু তার মানে এই নয় যে নিজের পরিবারকে সময় না দিয়ে সারারাত মাছ ধরবেন আপনি।

জানা গিয়েছে, ওই মহিলার ১০ বছর হয়েছে বিয়ের। দুই সন্তানও রয়েছে তাঁর। কিন্তু স্বামীর সঙ্গে কোনওভাবেই বনিবনা নেই তাঁর। তাই শেষ পর্যন্ত আদালতে মামলা করেছেন তিনি।

(Feed Source: news18.com)