Thomas Cup: ভারতের সাফল্যকে মশা মারার ব্যাটের সঙ্গে ‘তুলনা’, নেটিজেনদের রোষের মুখে আইএএস অফিসার

Thomas Cup: ভারতের সাফল্যকে মশা মারার ব্যাটের সঙ্গে ‘তুলনা’, নেটিজেনদের রোষের মুখে আইএএস অফিসার

More Sports

oi-Koushik Chakraborty

রবিবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় ক্রীড়ামহল। ৭৩ বছরের ইতিহাসের প্রথমবার থমাস কাপের ফাইনালে পৌঁছে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন দল। কিদাম্বী শ্রীকান্ত, লক্ষ্য সেন’দের অনবদ্য এই পারফরম্যান্সে মুগ্ধ গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় শাটলারদের। শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিরাট কোহলি, সাইনা নেহওয়ালের মতো ব্যক্তিত্বরা। ক্রীড়মন্ত্রকের পক্ষ থেকে এক কোটি টাকা ঘোষণা করা হয়েছে দেশের মুখ উজ্জ্বল করা শাটলারদের জন্য।

ভারতের এই সাফল্যে যখন গোটা দেশ উৎফুল্ল তখন একটি মশা মরার ব্যাটের ছবি শেয়ার করে সেখানে ভারতীয় দলকে নিয়ে করা টুইটে দেশের ক্রীড়াব্যক্তিত্বদের অপমানিত করলেন আইএএস সোমেশ উপাধ্যায়। নিজের টুইটারে একটি মশা মারার ব্যাটের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “ইন্দোনেশিয়া বাকরুদ্ধ হয়ে গিয়েছে এটা দেখে যে ভারতীয়রা কী ভাবে ব্যাডমিন্টনে তাঁদের থেকে ভাল হয়ে গেল।” যে ব্যাটের ছবি তিনি শেয়ার করেছেন তা সাধারণত মশা বা পোকা মারার কাজে ব্যবহার করা হয়ে থাকে গৃহস্থলীত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভাল মতো এই টুইট গ্রহণ করেনি।

উপাধ্যায়ের এই টুইটের বিরোধীতা করে সাধারণ মানুষ এবং তাঁকে তীব্র আক্রমণ করা হয় ভারতীয় তারকাদের ‘অপমানিত’ করার জন্য। সাধারণ মানুষ এটিকে ‘নিকৃষ্ট’ এবং ‘নীচ’ আচরণ বলে উল্লেখ করেন।

থামাস কাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে পৌঁছে ছিল ভারত এবং প্রথম বার ফাইনাল খেলেই ভারতীয় দল পরাজিত করে টুর্নামেন্টের সব থেকে সফল দল ১৪ বার খেতাব জয়ী ইন্দোনেশিয়াকে।

(Source: oneindia.com)