ঋদ্ধিমান ও শামিকে রেখেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের বাংলা দল ঘোষণা

ঋদ্ধিমান ও শামিকে রেখেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের বাংলা দল ঘোষণা

Cricket

oi-Manojit Maulik

অবশেষে ঋদ্ধিমান সাহাকে রেখেই ঘোষণা করা হলো বাংলা দল। ২২ সদস্যের দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। তবে শামিকে যদি বিসিসিআই রঞ্জি ট্রফি খেলার অনুমতি দেয় তবেই তিনি নামতে পারবেন। কেন না, জাতীয় নির্বাচকরা ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে যে ক্রিকেটারদের আইপিএলের পর বিশ্রাম দিতে চাইছেন বলে বোর্ডসূত্রে খবর, সেই তালিকায় শামির নাম রয়েছে।

চলতি মরশুমের আগে ঋদ্ধিমান সাহাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত কারণে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বিশ্রাম নিতে চেয়ে সিএবি আধিকারিককে জানান। ভারতীয় টেস্ট দল থেকে শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়ার পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ঋদ্ধি। এরপর ঋদ্ধিমানকে পাল্টা আক্রমণ করেন সিএবির কয়েকজন কর্তা। ঋদ্ধি আইপিএলে সুযোগ পেয়েই নিজেকে দারুণভাবে মেলে ধরেন। গতকাল মেন্টর গ্যারি কার্স্টেন ঋদ্ধিমানের উচ্ছ্বসিত প্রশংসা করেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে দলকে জেতান ঋদ্ধিমান। ম্যাচের সেরার পুরস্কারও পান। তারপর এদিন তাঁকে রাখা হলো বাংলা দলে।

আজ সিএবিতে বেছে নেওয়া হয় রঞ্জি কোয়ার্টার ফাইনালের বাংলা দল। চিফ কোচ অরুণ লাল, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, নির্বাচকদের পাশাপাশি ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, ক্রিকেট অপারেশনস ডিরেক্টর জয়দীপ মুখোপাধ্যায়। লিগ পর্বের সব কটি ম্যাচ জিতে শেষ আটে পৌঁছেছে বাংলা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সামনে ঝাড়খণ্ড, যারা প্রি কোয়ার্টারে রানের পাহাড় গড়েছিল ইডেনে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে অবশ্য বাংলার শক্তি বাড়ল নিশ্চিতভাবেই।

৬ জুন থেকে বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু। তার আগে বাংলা দলের প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। আইপিএলে যাঁরা রয়েছেন সেই ক্রিকেটাররা ক্রমান্বয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ঋদ্ধি ও শামির গুজরাত টাইটান্স ইতিমধ্যেই প্লে অফে পৌঁছেছে। গ্রুপ পর্বে বাংলা কটকে চণ্ডীগড়কে ১৫২ রানে, বরোদাকে ৪ উইকেটে ও হায়দরাবাদকে ৭২ রানে হারিয়ে এলিট গ্রুপ বি থেকে শেষ আটে জায়গা পাকা করেছিল। ঘোষিত ২২ সদস্যের দলে রয়েছেন- অভিমন্য়ু ঈশ্বরন (অধিনায়ক), মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি (বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে), অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, অভিষেক রামন, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সায়নশেখর মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্ত্বিক রায়চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র।

(ছবি- সিএবি মিডিয়া)

(Source: oneindia.com)