কলকাতায় পাকড়াও লোন অ্যাপ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড! দুবাই থেকে আসেন মহিলা

কলকাতায় পাকড়াও লোন অ্যাপ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড! দুবাই থেকে আসেন মহিলা

ঋণ অ্যাপে প্রতারণা–চক্রের মাস্টারমাইন্ড–কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত এই যুবতী দুবাই থেকে বসে প্রতারণার কারবার চালাচ্ছিলেন। এই নিয়ে বিস্তর অভিযোগও জমা পড়েছে বলে দাবি কলকাতা পুলিশের। এবার এই যুবতী দুবাই থেকে মুম্বইয়ে এসে বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময়ই তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে ওই যুবতীর বিরুদ্ধে। আর প্রতারণা করে একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। গত ২৭ জুন লালবাজারে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তবে তার আগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল একই ঘটনায়। তাদের জেরা করে এই মাস্টারমাইন্ডের কথা জানা যায়। তখন তদন্ত করে দেখা যায় এই যুবতী দুবাইয়ে বসে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছেন। আর সব নথি তখনই জোগাড় করে ফেলা হয়।

আর কী জানা যাচ্ছে? যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল তারা বাংলা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে প্রতারণা করেছিল। এইসব রাজ্যে তাদের প্রতারণার জাল বিস্তার করেছে। তবে‌ এবার পুলিশের জালে স্বয়ং মাস্টারমাইন্ড। ধৃতের নাম সোনিয়া খারাতমল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুবাই থেকে বসে বাকি প্রতারকদের কন্ট্রোল করতেন এই যুবতী। কথাবার্তায় চৌখস এই যুবতী প্রযুক্তির দিক দিয়েও বেশ দক্ষ। তাই দ্রুত প্রতারণা করতে পারতেন তিনি।

ঠিক কী বলছে পুলিশ?‌ এই বিষয়ে ডিসি সাইবার ক্রাইম অতুল ভি বলেন, ‘‌প্রতারণার এই কিংপিং সোনিয়া শিবাজি খারাতমলকে শুক্রবার আদালতে তোলা হয়েছে। এই যুবতী রীতিমতো হুমকি দিয়ে ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করতেন। নানা ব্যাঙ্কের সঙ্গে আঁতাত করে কোটি টাকা রোজগার করেছেন কয়েক মাসে।’‌ বোনের বিয়েতে যোগ দিতে এসে বমাল গ্রেফতার হলেন সোনিয়া।