এরোপ্লেন মোডেও ওয়াই-ফাই এনেবল করা সম্ভব! কায়দাটা শিখে নিন

এরোপ্লেন মোডেও ওয়াই-ফাই এনেবল করা সম্ভব! কায়দাটা শিখে নিন

#নয়াদিল্লি: বর্তমানে আমাদের সকলের কাছেই স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ কাজ এখন স্মার্টফোনেই করা হয়। এর জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়।

সুতরাং অনেক সময় ওয়াই-ফাই কানেকশনের প্রয়োজন হয় হাতের কাজ শেষ করার জন্য। এর মাঝে যদি একের পর এক ফোন আসতে থাকে, তাহলে তো কাজের বারোটা বাজবেই। এর জন্য ফোন রেখে দেওয়া যায় এরোপ্লেন মোডে। তাতে কিন্তু ইন্টারনেট পাওয়া আটকায় না।

অনেকেই হয় তো জানেন না যে এরোপ্লেন মোডেও ওয়াই-ফাই এনেবল করা সম্ভব। অ্যান্ড্রয়েড ১৩-তে পাওয়া যাচ্ছে এই বিশেষ সুবিধা। অ্যান্ড্রয়েড ১৩-তে একটি প্রয়োজনীয় বিকল্প পাওয়া যাচ্ছে।

ইউজাররা তাঁদের স্মার্টফোনে ফ্লাইট মোড এনেবল করেও ওয়াই-ফাই কানেকশন কার্যকর করতে পারেন। ইউজাররা ফ্লাইট মোড চালু করলেও নতুন অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণে ওয়াই-ফাই কানেকশন চালু রাখার ক্ষমতা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি।

অ্যান্ড্রয়েড ১৩ এখনও কম সংখ্যক ইউজারদের জন্য উপলব্ধ। কিন্তু নতুন অপারেটিং সিস্টেমে এই ফিচার পাওয়া একটি ইতিবাচক লক্ষণ। অনেকেই হয় তো জানেন যে, অ্যান্ড্রয়েড ১১ ফোন থেকেই ইউজারদের ফ্লাইট মোডে ব্লুটুথ চালু করার অনুমতি দেওয়া হয়েছে। যা ইউজারদের স্মার্টওয়াচ এবং ব্লুটুথ ইয়ারফোন/হেডফোন ব্যবহার করতে দেয়।

একই ভাবে, অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণের ফোনগুলিতে এরোপ্লেন মোডেও ওয়াই-ফাই চালু রাখার বিকল্প থাকবে। ইউজাররা যখন ইন-ফ্লাইট ওয়াই-ফাই পরিষেবার সঙ্গে সংযুক্ত থাকেন এবং ফ্লাইট মোডের সঙ্গে ফোনের সংযোগ ব্লক থাকা অবস্থায় নেটওয়ার্ক ব্যবহার করেন, তখন এই বৈশিষ্ট্যটি কার্যকর হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফিচার ব্যবহার করার উপায়।

এরোপ্লেন মোডে ওয়াই-ফাই চালু করার উপায় –

– প্রথমেই নিজেদের ফোনের সেটিংসে যেতে হবে।

– এরপর নেটওয়ার্ক এবং ইন্টারনেটে অপশনে ক্লিক করতে হবে।

– এরপর এরোপ্লেন মোড অপশন চালু করতে হবে।

– এরপর নেটওয়ার্ক এবং ইন্টারনেটে অপশনে ফিরে যেতে হবে।

– এরপর ফোনের ওয়াই-ফাই চালু করতে হবে।

অ্যান্ড্রয়েড ১৩ ফোনে এই ফিচারটি ডিফল্টরূপে চালু থাকবে। সুতরাং, ইউজাররা ডিভাইসের ফ্লাইট মোড চালু করলেও, তা ওয়াই-ফাই চালু রাখবে।অ্যান্ড্রয়েড ১৩-তে অ্যান্ড্রয়েড ১২-র তুলনায় সামান্য কিছু ডিজাইনের পরিবর্তন সহ বেশ কয়েকটি নয়া বৈশিষ্ট্য রয়েছে৷ গুগল আনুষ্ঠানিকভাবে পিক্সেল ৭ সিরিজের সঙ্গে অক্টোবরে অ্যান্ড্রয়েড ১৩ চালু করেছে। এখনও পর্যন্ত, অন্যান্য সামঞ্জস্যপূর্ণ পিক্সেল ডিভাইস এবং স্যামসাং গ্যালাক্সি ফোনে নতুন এই ফিচারটি চালু রয়েছে।

এছাড়াও OnePlus মডেল সহ আরও কয়েকটি ফোনে এই নতুন ফিচার চালু করা হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড ১৩ নতুন iOS 16 সংস্করণে ব্যবহার করা হয়েছে। এই বছরের শুরুতে iPhone 14 সিরিজের সঙ্গে এর আত্মপ্রকাশ ঘটে।

(Feed Source: news18.com)