কম নম্বর পেয়েও চাকরি! আদালতের নির্দেশে ২০ শিক্ষকের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি SSC-র

কম নম্বর পেয়েও চাকরি! আদালতের নির্দেশে ২০ শিক্ষকের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি SSC-র

 

নিয়োগ সংক্রান্ত এক মামলায় প্রেক্ষিতে কর্মশিক্ষা শিক্ষকপদে কর্মরত ২০ শিক্ষকের নিয়োগ সংক্রান্ত তথ্য জানাতে চাইল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার কমিশনের পক্ষ থেকে ওই শিক্ষকদের নাম ঠিকানা-সহ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। আগামী ২১ ডিসেম্বর ওই নিয়োগ মামলার শুনানি রয়েছে, তার মধ্যে হলফনামা আকারে সমস্ত তথ্য পাঠানো নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

২০১৭ সালে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। সেই পরীক্ষায় ৭৮ নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি মুর্শিদাবাদের বাসিন্দা আতিউর রহমান। এর পর তিনি আরটিআই করে জানতে পারেন মেধা তালিকায় শেষে দিকে থাকা প্রার্থী ৬৬ নম্বর পেয়েও চাকরি পেয়েছেন। এ নিয়ে তিনি হাইকোর্টে একটি মামলা করেন। আদালতে ২৮ জনের একটি তালিকা জমা দেন গত বছর। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসিকে নির্দেশ দেন আতিউরের অভিযোগকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে।

কিন্তু এসএসসি জানায় আতিউরের তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা সবাই কর্মরত। কিন্তু এসএসসি-র এই যুক্তি মানতে চাননি তিনি। এর পর আদালত তার পর্যবেক্ষণে বলে, মামলাকারীর থেকে কম নম্বর পেয়েও তাঁরা চাকরি পেলেন। তাঁরা যে প্রত্যেকে কর্মরত ছিলেন তা তথ্য-সহ হলফনামা এসএসসিকে জানাতে নির্দেশ দেয় আদালত।

যেহেতু মামলাকারী অভিযোগ করেছেন, তালিকায় থাকা ২৮ জনের মধ্যে ইতিমধ্যেই ২০ জন নিয়োগপত্র পেয়ে গিয়েছেন। তাই ওই ২০ জনের নাম ঠিকানা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি।

(Feed Source: hindustantimes.com)