বাড়িতেই মজুত একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ! তল্লাশি চালিয়ে উদ্ধার করল পুলিশ

বাড়িতেই মজুত একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ! তল্লাশি চালিয়ে উদ্ধার করল পুলিশ

#মালদহ: বাড়িতে মজুত একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চক্ষু চড়কগাছ পুলিশের। ঝাড়খন্ড সীমান্ত এলাকার গোদাই চরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে তিনটি অত্যাধুনিক পাইপ গান ও আট রাউন্ড কার্তুজ।

ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে মালদহের ভূতনি থানার পুলিশ।এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ঝাড়খন্ড সীমান্ত এলাকার গঙ্গা তীরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিছুটা হলেও ভাবাচ্ছে জেলা পুলিশের কর্তাদের। কারণ এক সময় গঙ্গার এই চড় এলাকা দিয়েই ঝাড়খন্ড- বাংলার মধ্যে চোরা কারবার চলত। এমনকি চোরাপথে আগ্নেয়াস্ত্র পারাপারের জন্য ব্যাবহার করত পাচারকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাফল্য মালদহের ভূতনি থানার পুলিশের। বুধবার গভীর রাতে ভূতনি থানার পুলিশ হানা দেয় গোদাই চর এলাকায়। সেখানে একটি গোপন ডেরায় লুকানো ছিল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল রাজেন্দার মাহাতো ও রামসুরাত মাহাতো। অভিযুক্ত রামসুরাত চৌধুরীর বাড়ি ভুতনির গোদাই চড়ে হলেও বর্তমানে ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থানা এলাকায় বসবাস করেন। হঠাৎ করে মালদহের ভুতনি চর এলাকায় আগ্নেয়াস্ত্র সমেত তাকে গ্রেফতারের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ মহলে।

ঝাড়খন্ড থেকে কি কারণেএখানে এসেছিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুই জনকে মালদহ জেলা আদালতে পেশ করে ভূতনি থানার পুলিশ। কি কারনে ঐ এলাকায় অস্ত্র মজুত করা হয়েছিল। এমনকি এলাকায় আরো অস্ত্র-মজুত রয়েছে কিনা সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

(Feed Source: news18.com)