ভারতের আকাশে ড্রোন, গুলি ছুড়তেই উড়ে গেল পাকিস্তানের দিকে

ভারতের আকাশে ড্রোন, গুলি ছুড়তেই উড়ে গেল পাকিস্তানের দিকে

পঞ্জাব: ফের ভারতের আকাশে পাক ড্রোনের হানা। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। BSF জওয়ানরা গুলি ছোড়ায় ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

এএনআই (ANI) সূত্রে খবর, পাঞ্জাবের গুরুদাসপুরে ভারতীয়  আকাশ সীমানার মধ্যে ঢুকে পড়েছিল ড্রোন। মাটি থেকে ২৫০ মিটার উঁচুতে দেখা গিয়েছিল ওই ড্রোন। দেরা বাবা নানক-এর বিএসএফ-এর একটি পোস্টের সামনে ড্রোনটিকে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়তেই পাকিস্তানের দিকে চলে যায় সেই ড্রোন। এলাকায় খোঁজ শুরু হয়েছে। কোথা থেকে সেই ড্রোন এসেছে, এমন ঘটনার পিছনে কার বা কাদের হাত রয়েছে তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।

আগে হামলার ঘটনা:
কয়েকদিন আগেই পাঞ্জাবেই পুলিশ স্টেশনে রকেট হামলা হয়েছিল। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা হয়েছিল। তরণ তারণ পুলিশের সাঞ্ঝা কেন্দ্রে এই ঘটনা ঘটেছিল। স্বল্প তীব্রতার বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে বলে খবর। রকেটবাহিত গ্রেনেড ফেলে হামলা চালানো হয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাক সীমান্ত সংলগ্ন থানায় এমন হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

পাকিস্তানের আক্রমণ:
এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) বিদেশমন্ত্রী (Foreign Minister) বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto Zardari) মন্তব্য নিয়ে শোরগোল উঠেছে। তিনি বলেছিলেন, ”ভারতকে বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়।  পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পালটা মুখ খোলা হয় দিল্লির তরফে।

এরই মধ্যে  পাকিস্তানের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শাজিয়া মারি এবার ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন। পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বলেন, ‘ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানের কাছে একটি পারমাণবিক বোমা রয়েছে। আমাদের পারমাণবিক স্টেটাস চুপ করে থাকার নয়। পরিস্থিতি তৈরি হলে আমরা পিছপা হব না। মোদি সরকার যুদ্ধ করলে তার জবাব তারা পাবে। চুপ করে থাকার জন্য পাকিস্তানকে পারমাণবিক রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়া হয়নি।’

(Feed Source: abplive.com)