মেসিকে বিশেষ আমন্ত্রণ পাঠাল ব্রাজিল! পায়ের ছাপ দেওয়ার অনুরোধ মারাকানায়

মেসিকে বিশেষ আমন্ত্রণ পাঠাল ব্রাজিল! পায়ের ছাপ দেওয়ার অনুরোধ মারাকানায়

#রিও ডি জেনিরো: ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। পড়শি দেশের সঙ্গে যুদ্ধের সম্পর্ক না হলেও ফুটবলে শত্রুতা বহু পুরনো। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনা মাঠে। এমনকি টিটকিরি, গালাগালিও চলে ব্যাপকভাবে। কিন্তু যে জিনিয়াস তার কদর যে করতেই হয়। যেমন পেলেকে নিয়ে ব্রাজিল গর্বিত, তেমনই মারাদোনাকে নিয়ে পাগল আর্জেন্টিনা।

কিন্তু লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিল কখনই খারাপ শব্দ ব্যবহার করে না। বরং ব্রাজিল এবং তার তারকা ফুটবলাররা বহুবার বলেছেন লিওনেল মেসি জীবন্ত জিনিয়াস। নিজের পঞ্চম বিশ্বকাপে মেসির তথা সারা দুনিয়ার স্বপ্নপূরণ হয়েছে। তাঁর এই ঐশ্বরিক পারফরম্যান্সকে এবার বিশেষ সম্মান দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায় ব্রাজিলও।

পেলের দেশের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের হল অফ ফেমে মেসির পদচিহ্ন দিতে তাঁকে আমন্ত্রণ জানানো হল। এর আগেও মেসিকে আমন্ত্রণ জানিয়েছিল মারাকানা কর্তৃপক্ষ। বছরখানেক আগেই কোপা আমেরিকা জয়ের পর। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে রয়েছে কিংবদন্তি পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডো, চিলির ইলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডি পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ, ফ্রান্জ বেকেনবাওয়ারের পদচিহ্ন।

তবে লিওনেল মেসি ব্রাজিলের আমন্ত্রণ গ্রহণ করে মারাকানা স্টেডিয়ামে যাবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি। তার ম্যানেজার এবং পরিবারের তরফে কিছু জানানো হয়নি। তবে নেইমার, দানি আলভেস, থিয়াগো সিলভাদের মতো ব্রাজিলের এই বিশ্বকাপে খেলা ফুটবলাররাও খুশি ব্রাজিল মেসিকে এই সম্মান দেওয়ার কারণে।

(Feed Source: news18.com)