‘মানুষ কি উৎসব পালন করবে না?’ গঙ্গাসাগর থেকে বড়দিন পালন নিয়ে ‘বড়’ বার্তা মমতার

‘মানুষ কি উৎসব পালন করবে না?’ গঙ্গাসাগর থেকে বড়দিন পালন নিয়ে ‘বড়’ বার্তা মমতার

#কলকাতা: রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরেই কোভিড পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে ‘সৌজন্য’ বৈঠক হয় আজ। বৈঠক শেষে মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বড়দিনের শুভেচ্ছা জানাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। একইসঙ্গে রাজভবনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কোভিভ নিয়ে এখনই এই রাজ্যের মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

সামনেই গঙ্গাসাগর মেলা। এই পরিস্থিতিতে চিনে করোনার বাড়বাড়ন্ত ও কেন্দ্রের করোনা বিধি নিয়ে সতর্কতার পরেই বেড়েছে চিন্তা। প্রশ্ন উঠেছে তবে কী বন্ধ হতে চলেছে গঙ্গাসাগর মেলা? আজ এ বিষয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মমতা। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘করোনা নিয়ে আমরা মনিটরিং করছি। আমরা দেখছি। ইতিমধ্যে দিল্লি,কেবলে হয়েছে। এখানে যদি আসে আমরা সেইভাবে রাজ্যবাসীকে নিয়ন্ত্রণ করব। কোভিড-এর মধ্যেই গঙ্গাসাগর মেলা হবে। যাবতীয় সিস্টেম মেনেই হবে।’

বড়দিন-বর্ষবরণ রয়েছে এই সময়। এরইমধ্যে ফের কোভিড আতঙ্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ উৎসব পালন করবেন না? যদি আসে বলব নিশ্চয়ই মাস্ক পড়ুন, এখনও বাংলায় আসেনি।সেই জন্য আগে থেকে আসবে এটা ধরে নিতে পারি না আমরা। সেইরকম হলে সময়মতো ব্যবস্থা নেব।’

(Feed Source: news18.com)