একদিনে সংক্রমিত ৩ কোটি ৭০ লক্ষ ? ত্রস্ত চিন !

একদিনে সংক্রমিত ৩ কোটি ৭০ লক্ষ ? ত্রস্ত চিন !

বেজিং : করোনা কি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে ফিরতে চলেছে ? অন্তত চিনের একটি রিপোর্ট সেই জল্পনাই উস্কে দিচ্ছে। এ সপ্তাহের কোনও একটা দিনে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চিনে। সরকারের সর্বোচ্চ স্বাস্থ্য কর্তৃপক্ষের রিপোর্টে এমনই অনুমান করা হয়েছে। যা সম্ভবত বিশ্বের সবথেকে বড় আকারে মহামারীর প্রাদুর্ভাব বলে মনে করা হচ্ছে।

করোনা ভয়াবহ পরিস্থিতির আবহেই গত বুধবার বৈঠকে বসে চিন ন্যাশনাল হেল্থ কমিশন। সেখানকার অভ্যন্তরীণ আলোচনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২৪৮ মিলিয়ন বা চিনের মোট জনসংখ্যার ১৮ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছেন। সেই আলোচনায় যোগদানকারীদের সঙ্গে কথা বলা এনিয়ে নিশ্চিত হওয়া গেছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে আগের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে চিনে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে দিনে ৪০ লক্ষের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, এ তো সবে শুরু ! ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে ! সূত্রের খবর, সম্প্রতি চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিনে ফের ভয়ঙ্কর গতিতে করোনা ছড়াতে শুরু করায় উদ্বেগপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভারতেও ইতিমধ্য়েই ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে। দেশে এখনও অবধি চার জনের মধ্যে এর দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সাবধান করছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক। তাতে আক্রান্ত একজন অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। কোনওভাবেই নতুন এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। বিলম্ব না করে ফের জনবহুল অবস্থায় প্রত্য়েকের মাস্ক পরা উচিত।

চিনের করোনা পরিস্থিতি দেখে সতর্ক ভারতও। কেন্দ্রীয় সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রের জরুরি বৈঠক হয়। নতুন ভ্যারিয়েন্টে কি কার্যকর হবে পুরনো ভ্যাকসিন? জানতে চায় রাজ্য।

এদিকে ‘করোনা মোকাবিলায় পরিকাঠামো নিয়ে ২৭ ডিসেম্বর মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় সব রাজ্যকে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। করোনা মোকাবিলায় পরিকাঠামো তৈরি, কেন্দ্রের সঙ্গে বৈঠকে দাবি রাজ্যের। অহেতুক আতঙ্ক না ছড়িয়ে সতর্কতা নেওয়ার কথা জানাল রাজ্য।

(Feed Source: abplive.com)