হঠাৎ বিকাশ ভবনে সিবিআই, নতুন কোনও দুর্নীতির খোঁজে? জল্পনা

হঠাৎ বিকাশ ভবনে সিবিআই, নতুন কোনও দুর্নীতির খোঁজে? জল্পনা

শুক্রবার বিকাশ ভবনে হঠাৎ হাজির সিবিআই। শিক্ষামন্ত্রীর ঘরের উল্টো দিকে তাঁর সচিবের ঘরে কম্পিউটার এবং বিভিন্ন নথি খতিয়ে দেখল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। এই তদন্তকারী দলে ছিলেন তিনজন আধিকারিক। পর্ষদের একটি গুদামেও তল্লাশি চালায় দলটি।

তদন্তকারী দলটি প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের একটি গুদামে ঢোকে। যে গুদামে পর্ষদের বিভিন্ন নথি রাখা থাকে। ওই গুদাম সিল করে দিয়ে বিকাশ ভবনের ছ’তলায় সচিবের ঘরে আসেন। সেখানে দীর্ঘ ক্ষণ ধরে তাঁরা বিভিন্ন নথি পরীক্ষা করেন। খতিয়ে দেখেন কম্পিউটারও। কয়েকজন আধিকারিকের সঙ্গে কথা বলেন তাঁরা।

সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই তাঁরা বিকাশভবনে তল্লাশিতে গিয়েছিলেন। তবে প্রশ্ন উঠছে নতুন কোনও দুর্নীতির হদিশ পেলেন তাঁরা? নাকি আগের কোনও অভিযোগের তদন্তের সূত্রে এই তল্লাশি? এ বিষয়ে কিছু জানা যায়নি। বিকাশ ভবনের আধিকারিকরাও কিছু বলতে পারেননি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই তল্লাশি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,’সিবিআই আধিকারিকরা আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। তাই আমি কিছু জানি না।’