Bharat Biotech Nasal Vaccine: নাকে মাত্র কয়েক ফোঁটা, করোনার বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন

Bharat Biotech Nasal Vaccine: নাকে মাত্র কয়েক ফোঁটা, করোনার বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে যে ভাবে করোনা বাড়ছে তাতে আতঙ্ক তৈরি হচ্ছে ভারতেও। দেশের অধিকাংশ রাজ্য এনিয়ে সতর্কতা নিতে শুরু করে দিয়েছে। এর ফলে করোনার বুস্টার ডোজ নেওয়ার উদ্যোগ নিচ্ছেন অনেকেই। এর মধ্য়েই করোনার বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দিল কেন্দ্র।

এই ভ্য়াকসিনের দাম এখনও জানা যায়নি। তবে বলা হচ্ছে CoWIN অ্যাপে গিয়ে এই ভ্যাকসিন বুক করা যাবে। কিন্তু কীভাবে নেওয়া যাবে এই ভ্যাকসিন? যেটুকু জানা যাচ্ছে তাতে বুস্টার ডোজ হিসেবে নাকে ২ ফোঁটা করে নিতে হবে এই ভ্যাকসিন। আঠারো বছরের উপরে যাবা বুস্টার ডোজ নেননি তারা এটি নিতে পারবেন।

ট্রায়ালের সময় এই নেজাল ভ্যাকসিনকে দুভাবে পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে করোনা টিকার দুটি ডোজ ও নেজাল ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছিল। দ্বিতীয় ক্ষেত্রে যারা আগেই করোনার টিকার দুটি ডোজ পেয়ে গিয়েছিলেন তাদের এই নেজাল ভ্য়াকসিন দেওয়া হয়। দেশের ১৪টি জায়গায় মোট ৩১০০ জনের উপরে এটির ট্রায়াল হয়েছে।

ট্রায়ালে দেখা গিয়েছে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই নেজাল ভ্য়াকসিন। ভ্যাসসিনটি তৈরি হয়েছে ভারত বায়োটেক ও ওয়াশিংটনের সেন্ট লুইজ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যাগে। এনিয়ে ভারত বায়োটেকের এনডি সুচিত্রা এলা বলেন, নেসাল ভ্যাকসিনের বাণিজ্যিক উত্পাদনের জন্য উদ্যাগ শুরু হয়েছে। এটি তৈরি হবে গুজরাট, তেলঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রের প্ল্যান্টে।

(Feed Source: zeenews.com)