#কুইন্সবার্গ: বড়দিনে অনেকেই বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে আসেন। বছরের এই সময়টা মজার আনন্দে কাটাতে চেষ্টা করেন সকলেই। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলে উপহার দেওয়া-নেওয়া। কিন্তু সেই উপহার যদি বিষাক্ত সাপ হয়, তখন কী হবে? অবাক করার মতো এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কুইন্সবার্গে। বড়দিন উপলক্ষে বাড়িতে ক্রিসমাস ট্রি কিনে এনেছিল এক পরিবার। কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি কি হতে চলেছে তাঁদের সঙ্গে।
ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ক্রিসমাস ট্রি নিয়ে আসার পরেই বাড়িতে সাজিয়ে রাখতে যান তাঁরা। সেই সময়ে গাছের মধ্যে থেকে সন্দেহজনক কিছু আওয়াজ পান। তার পরেই যা ঘটে, তা এককথায় ভয়াবহ। ওই ক্রিসমাস ট্রি-র মধ্যে থেকে বেরিয়ে আসে একটি সাপ। তাও আবার যে সে সাপ নয়, এটি ছিল বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ, ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বার কামড়ে সময়মতো চিকিৎসা না হলে মানুষের মৃত্যু নিশ্চিত।
সাপটি লম্বায় ছিল ৬ ফুট। সাপটিকে দেখে ওই পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে নিক ইভান্স নামে একজন বন বিভাগের বিশেষজ্ঞকে ডেকে আনেন। ওই ব্যক্তি এসে সাপটিকে ধরেন। নিজের ফেসবুকে সাপের ছবি শেয়ার করে নিক লেখেন- “সান্তা এবার আমার জন্য এই ক্রিসমাস উপহার পাঠিয়েছে। এটা আমার বাড়িতে নয়, এটা অন্য কারোর ক্রিসমাস ট্রির নিচে ছিল এটা।”
তবে নেটিজেনরা জানাচ্ছেন সময়মতো সতর্ক না হলে বড় বিপদ হতে পারত। কারণ, ব্ল্যাক মাম্বা সাপ অত্যন্ত বিষধর। এর কামড়ে প্রচুর মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে।