Violent Protests Erupted in Paris: মৃত ৩, পুড়ছে গাড়ি! সংঘর্ষের আগুন জ্বলছেই প্যারিসে…

Violent Protests Erupted in Paris: মৃত ৩, পুড়ছে গাড়ি! সংঘর্ষের আগুন জ্বলছেই প্যারিসে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত প্যারিস, অগ্নিগর্ভ প্যারিস। প্যারিসের রাস্তায় উল্টে দেওয়া হয়েছে গাড়ি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, পুড়ছে গাড়িও। রাস্তার পাশের দোকানে চালানো হয়েছে ভাঙচুর। চলছে টানা সংঘর্ষ। বন্দুকধারী এক বৃদ্ধের আক্রমণের শিকার হয়েছিলেন কুরদিশ সম্প্রদায়ের মানুষ। সেই থেকে সংঘর্ষ বাধে। এখনও পর্যন্ত এই সংঘর্ষে মারা গিয়েছেন ৩ জন। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছুড়েছে।

দিন আগে প্যারিসের আহমেদ কায়া কুর্দিশ সংস্কৃতি সেন্টারে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। সেখানে পৌঁছেই সঙ্গে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করেন তিনি! ৭-৮ রাউন্ড গুলি চলে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত স্থানীয় মেট্রো স্টেশনের সামনে থেকে হামলাকারীকে গ্রেফতার করে পুলিস। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাচ্ছিলেন, সেটিও উদ্ধার  করা হয়।

ফ্রান্সের পুলিসসূত্রে খবর, হামলাকারী একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক। কেন তিনি হামলা চালালেন, তা স্পষ্ট জানা যায়নি। তবে তদন্তকারীদের অনুমান, ওই ব্যক্তি একা নন, এই হামলার সঙ্গে জড়িত অনেকেই। তাঁদেরও তল্লাশি চলছে। কয়েক বছর আগে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল ফ্রান্সের নিস শহরে। সেবার স্কুলের শিশুদের ট্রাকের চাকায় পিষে মেরেছিল জঙ্গিরা।

এদিকে চলতি বছরের মে মাসে আমেরিকায় এক প্রাথমিক স্কুলে বন্দুক হাতে হামলা চালান এক যুবক। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ১৪ জন পড়ুয়া। সঙ্গে ৩ শিক্ষকও। পরে মৃত্যু হয় হামলাকারীরও।

(Feed Source: zeenews.com)