নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, সপরিবারে দুর্ঘটনার কবলে মোদির ভাই

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, সপরিবারে দুর্ঘটনার কবলে মোদির ভাই

মাইসোর : মাইসোরে (Mysuru) সপরিবারে দুর্ঘটনার কবলে নরেন্দ্র মোদির ভাই (Narendra Modi Brother)। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির। আহত প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)-পরিবারের আরও কয়েকজন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি তাঁর পরিবারকে নিয়ে বান্দিপুর যাচ্ছিলেন। একটি মার্সিডিজ-বেঞ্জ এসইউভি গাড়িতে করে যাচ্ছিলেন তাঁরা। গাড়িতে প্রহ্লাদ মোদি ছাড়াও ছিলেন তাঁর ভাই মেহুল, পুত্রবধূ এবং নাতি মিনাথ। দুপুর ২টো নাগাদ কর্ণাটকের মাইসোরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়িটি।

একটি সর্বভারতীয় দৈনিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনায় প্রহ্লাদ মোদি ও পরিবারের অন্যান্যরা আহত হন। তাঁদের জেএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক সত্যনারায়ণও দুর্ঘটনায় আহত হন। কাডকোল্লার কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে, বিপদমুক্ত প্রধানমন্ত্রীর ভাই।

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনার পর যখন তাঁদের আনা হয়, অল্প চোট ছিল। তাঁরা এখন স্থিতিশীল আছেন। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁদের যত্ন নেওয়া শুরু হয়। বিশাল কিছু রক্তপাত তাঁদের হয়নি। এখন তাঁরা বিপদমুক্ত আছেন। এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়েছে। শুধুমাত্র বাচ্চাটি অল্প আঘাত পেয়েছে। কিন্তু,সেরকম কিছু নয়। তার চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মাইসোর-কোডাগুর সাংসদ প্রতাপ সিমহা। তিনি জানান, ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় অল্পবিস্তর আঘাত লেগেছে। বাচ্চাটির চিকিৎসা চলছ। প্রহ্লাদ মোদির মুখে অল্প ছিঁড়ে গেছে। তাছাড়া বিশেষ কিছু হয়নি। চিন্তার কোনও কারণ নেই। উনি ভাল আছেন, কথা বলছেন। ওঁর ছেলেও অল্প আঘাত পেয়েছেন। তিনিও ভাল আছেন। প্রহ্লাদ মোদির পুত্রবধূর ভ্রুর কাছে একটু কেটে গেছে। তাঁর চিকিৎসা চলছে। সকলেই ভাল আছেন এবং জ্ঞান আছে। বাঁ হাঁটুর নিচের হাড়ে আঘাত পেয়েছে ওঁর নাতি। প্রহ্লাদ মোদির মেয়ে অন্য গাড়িতে ছিলেন। তিনি ঠিক আছেন। পর্যবেক্ষণের জন্য আজকের দিনটা আহতদের হাসপাতালেই রাখা হবে। চামুণ্ডেশ্বরীর আশীর্বাদে সকলেই ভাল আছেন। সম্ভবত চালকের ঘুমভাব চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সহ সভাপতি প্রহ্লাদ মোদি। প্রধানমন্ত্রীর ৬৬ বছর বয়সী ভাই প্রহ্লাদ ২০০১ সালে এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এর সঙ্গে যুক্ত রয়েছেন। তবে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেও কেন্দ্রের বিভিন্ন নীতির তিনি সমালোচনা করেছেন। ফেয়ার প্রাইস শপ ডিলারদের অধিকারের দাবিতে তিনি বারবার আওয়াজ তুলেছেন।

(Feed Source: abplive.com)