আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ, বড় ঘোষণা রিলায়েন্স ফাউন্ডেশনের

আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াকে স্কলারশিপ, বড় ঘোষণা রিলায়েন্স ফাউন্ডেশনের

#মুম্বই: ধীরুভাই আম্বানির ৯০ তম জন্মদিনে বড় ঘোষণা করল রিলায়েন্স ফাউন্ডেশন৷ সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল, দেশের সর্বত্র যুবসম্প্রদায়ের উন্নতিতে কাজ করে চলবে সংগঠন৷ সেই কর্মসূচির অংশ হিসাবেই আগামী ১০ বছরে ৫০ হাজার পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে এই স্কলারশিপ৷

সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার স্নাতক স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে৷ এই খাতে প্রতি পড়ুয়াকে বার্ষিক ২ লক্ষ টাকা দেওয়া হবে৷ এ ছাড়া মোট ১০০ স্নাতকোত্তর পড়ুয়াকেও এই স্কলারশিপ দেওয়া হবে, এই স্কলারশিপের পরিমাণ বার্ষিক ছ’লক্ষ টাকা৷ ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে এই স্কলারশিপের আবেদন করা যাবে৷

রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার-চেয়ারম্যান নীতা আম্বানি বলেছেন, ‘‘আমার শ্বশুরমশাই শ্রী ধীরুভাই আম্বানি দেশের যুব সম্প্রদায়ের শক্তির উপর আজীবন ভরসা রেখেছেন৷ রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াকে আমরা স্কলারশিপ পৌঁছে দিতে পারব৷ আগামী ১০ বছর ধরে এই কর্মকাণ্ড চলবে৷ আমি ও মুকেশ বিশ্বাস করি, সঠিক সাহায্যের মাধ্যমে দেশের এই প্রজন্ম জ্ঞান, আবিষ্কার ও নেতৃত্বে এক উজ্জ্বল অধ্যায় রচনা করবে৷’’

ভারতের মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় ৬০০ মিলিয়ন মানুষের বয়স ২৫ বছরের নীচে৷ তাই উচ্চশিক্ষার নাগাল দেশের যুব সম্প্রদাযের কাছে পৌঁছে দিতে রিলায়েন্স ফাউন্ডেশন বধ্যপরিকর৷ এই বছরই তাঁর অঙ্গ হিসাবে দেশের ৫ হাজার প্রতিভাবান পড়ুয়াকে অর্থ সাহায্য করবে ফাউন্ডেশন৷ কোনওরকম অর্থনৈতিক সমস্যা ছাড়া যাতে তাঁরা পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্যই এই সাহায্য৷ এই সাহায্যে আসলে পড়ুয়াদের স্বপ্ন সত্যি করা ও সফল পেশাদারি জীবনের দিকে একধাপ এগিয়ে যাওয়ায় সাহায্য করা৷ ভারতের আর্থ-সামাজিক কাঠামোয় যাতে পড়ুয়ারা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, তার জন্য এই কর্মসূচি নিঃসন্দেহে সাহায্য করবে৷

এই স্কলারশিপের পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতক স্কলারশিপ সুযোগ দেবে একটি বহুধাবিচিত্র প্রাক্তনীদের সঙ্গে আদানপ্রদানের৷ যে সমস্ত পড়ুয়াদের বাড়ির লোকের বার্ষিক উপার্জন ১৫ লক্ষ টাকার নীচে, যাঁরা এই বছরই প্রথম বর্ষের পড়াশোনা শুরু করেছেন, যে কোনও বিষয়ের পড়ুয়ারাই এই স্কলারশিপে অংশ নিতে পারবেন৷ এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণকেও প্রাধান্য দেওয়া হয়েছে৷

(Feed Source: news18.com)