Covid 19: আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ; বলছে কেন্দ্র, তবে কি এবার করোনার তৃতীয় ঢেউ?

Covid 19: আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ; বলছে কেন্দ্র, তবে কি এবার করোনার তৃতীয় ঢেউ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে গত ২ দিনে করোনা ধরা পড়েছে ৪১ জন বিদেশ ফেরত যাত্রীর। পাশাপাশি দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুশোর ভেতরে। এরমধ্যেই একটা তত্ব উঠে আসছে যা বেশ চিন্তার। সেটি হল আগামী ৪০ দিন দেশে কোভিড বাড়বাড়ন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রবণতা বিশ্লেষণ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, করোনা সংক্রমণের প্রবণতা থেকে দেখে স্পষ্ট, পূর্ব এশিয়ায় করোনা দেখা দেওয়ার ৩০-৩৫ দিনের মধ্যে নতুন করোনা ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এটাই ট্রেন্ড। ফলে আগামী ৪০ দিন ভারতের জন্য বিশেষ উদ্বেগের।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, এবারের করোনার সংক্রমণের ক্ষমতা অনেক কম। যদি ফের একটা ঢেউ আসে তাহলেও করোনায় মৃত্যু, হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা অনেক কম হবে। তবে করোনা সম্পর্কে সতর্ক হবে সব রাজ্যকে। ইতিমধ্যেই সতর্ক হতে বলাও হয়েছে। রাজ্যগুলি সেই সতর্কতা নিয়েও নিয়েছে। তবে মাথাব্যথার কারণ হচ্ছে করোনার বিএফ ডট সেভেন ভ্য়ারিয়ান্ট। কারণ এর সংক্রমণের ক্ষমতা প্রচুর। কারণ একজনের কাছ থেকে ১৬ জনও করোনা আক্রান্ত হতে পারেন।

কেন্দ্রের পরিসংখ্য়ান অনুয়ায়ী ৪১ জন করোনা আক্রান্ত এসেছিলেন বিদেশ থেকে। কলকাতায় পজিটিভ হয়েছেন ৩ জন। এদের নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জানার চেষ্টা হচ্ছে এদের মধ্যে কেউ বিএফ ডট সেভেন-এ আক্রান্ত কিনা। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে আগামী ৪০ দিনের মধ্যে করোনার একটি ডেউ দেখা দিতে পারে। জানুয়ারির মাঝামাঝি ওই ঢেউ তৈরি হতে পারে ভারতে।

স্বাস্থ্য মন্ত্রকের ওই দাবির মধ্য়ে যুক্তি রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বর্ষবরণ উত্সবে প্রচুর মানুষ মেলামেশা করবেন। এটা একটা কারণ হতে পারে। করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এনিয়ে নবান্নর একটি বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। রাজ্যে মোট ৩৯০০ বেড তৈরি রাখা হচ্ছে। তৈরি থাকতে বলা হচ্ছে ৯০ হাসপাতালকে।

করোনার এই বাড়বাড়ন্তের আশঙ্কা নিয়ে বিশিষ্ট চিকিত্সক দীপ্তেন্দ্র সরকার বলেন, আমাদের সামনে তিনটি সম্ভাবনা রয়েছে। ভালো, খারাপ ও একেবারে খারাপ। তৃতীয় সম্ভাবনা তেমন নেই। হয় ভালো হবে, নয়তো খারাপ। খারাপ মানে ওমিক্রন আর ভালো মানে ছোট ঢেউয়ের মতে াএসে চলে য়াবে। চিনে যেটা হয়েছে সেটি হল হঠাত্ করে বিধিনিষেধ তুলে নেওয়ার পর করোনার একটা ঢেউ তৈরি হয়েছে। সেই ঢেউ এখন থিতিয়ে আসছে। েকানও লকডাউনের দিকে তারা যাচ্ছে না। তাই ধরে নেয়েও যাতে পারে পরিস্থিতি খারাপের দিকে যাবে না।

(Feed Source: zeenews.com)