গুগলকে সামলানোর মহাদায়িত্ব তাঁর, তিনি বললেন ‘খড়্গপুর কা টেম্পো হাই হ্যায়’
পশ্চিম মেদিনীপুর: সামান্য ছিপছিপে চেহারা। সাদাসিধে জীবনযাপন।তবে প্রথম থেকে পড়াশোনায় বেশ মনোযোগী।তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তনী। বর্তমানে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও।তবে তিনি পাশ করেছেন আইআইটি খড়গপুর থেকে। এবার খড়্গপুর আইআইটি-র সেই কৃতী সুন্দর পিচাইয়ের হাতে সাম্মানিক ‘ডক্টর অব সায়েন্স’ (ডিএসি) ডিগ্রি তুলে দিলেন খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর বীরেন্দ্রকুমার তিওয়ারি। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোয় সেই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আরও এক প্রাক্তনী, সুন্দরের স্ত্রী অঞ্জলিকেও দেওয়া হয়েছে ‘ডিস্টিংগুইশড অ্যালামনি অ্যাওয়ার্ড’।শুধু তাই নয়, তিনি খড়গপুরের নাম সকলের কাছে বর্ণনা দিয়েছেন। সাম্মানিক পেয়ে আবেগাপ্লুত হয়ে সকলের…