Couple Death in Bathtub: মেয়ের জন্মদিনে দেদার হুল্লোড়! কোকেনের নেশায় চুর বাবা-মা, শেষে হোটেলে… মর্মান্তিক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চার বছরের মেয়ের জন্মদিনে দেদার হুল্লোড়। কোকেন নেশায় চুর বাবা-মা! শেষে হোটেলে বাথটবে অতিরিক্ত গরমে জলে ঢুকে বেঘোরে প্রাণ হারালেন দু’জনই। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। স্থানীয় সূত্রের খবর, মৃতেরা হলেন জেফারসন লুইজ সাগাজ ও তাঁর স্ত্রী ক্যারোলিনা সিলভা। জেফারসন পেশায় পুলিস আধিকারিক, ক্যারোলিনা ব্যবসায়ী। ১১ অগস্ট রাতে ব্রাজিলের সান্তা ক্যাটারিনা রাজ্যে একটি হোটেলে বাথটবে পাওয়া যায় স্বামী-স্ত্রী দেহ। সেদিন ছিল ওই দম্পতির ছোট মেয়ের জন্মদিন। সেই আনন্দে আকণ্ঠ মদ্যপান করেছিলেন জেফারসন ও ক্যারোলিনা। সঙ্গে কোকেনও।…




)





