Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Couple Missing in Meghalaya: স্বামীর লা*শের পাশে পড়েছিল…‘সাদা’ টপ তো সোনমেরও পরনে! কোথাকার CCTV ফুটেজ?
Couple Missing in Meghalaya: স্বামীর লা*শের পাশে পড়েছিল…‘সাদা’ টপ তো সোনমেরও পরনে! কোথাকার CCTV ফুটেজ?

নিহত যুবক রাজার ভাই বিপিন রঘুবংশী করেছেন, সোনমকে অপহরণ করে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়ে থাকতে পারে৷ তাঁকে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি৷ মেঘালয়ের সোহরায় ওয়াইসে দং ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইনদওরের দম্পতি৷ পরে উদ্ধার হয় স্বামীর কোপানো দেহ৷ মেঘালয়ের ঘটনায় CCTV ফুটেজ দেখে সামনে আসছে একাধিক জল্পনা৷ CCTV-তে দেখতে পাওয়া গিয়েছে এক সন্দেহজনক ব্যক্তিকে৷ তাকে নিয়েই কথা বলেছেন রাজা-সোনমের আত্মীয়েরা৷ রাজা-সোনম যে হোটেলে ছিলেন, সেখানে থাকা সিসিটিভিতে দেখা গিয়েছে তাদের শেষ ফুটেজ৷ হোটেলে থাকা…

Read More