Salman Khan | Sushmita Sen: সলমানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা, জানতে পেরেই মেয়েকে ভয় দেখান বাবা-মা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন সুস্মিতা সেন (Sushmita Sen) ও সলমান খান (Salman Khan)। তবে একসময় সলমানের প্রেমে হাবুডুবু খেতেন বিশ্বসুন্দরী। এমনকী সলমানের ছবি লাগিয়ে রেখেছিলেন বেডরুমে। বারংবার নাকি সেই ছবি সরিয়ে দেওয়ার হুমকি দিতেন সলমানের বাবা-মা। সলমানকে জানিয়েওছিলেন সেই প্রেমের কথা। এরপরেই ম্যায়নে প্যার কিউ কিয়া ছবিতে সুস্মিতাকে সাইন করেছিলেন সলমান। সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সলমানকে ঠিক কতটা ভালোবাসেন। ১৯৯৯ সালে ‘বিবি নং ওয়ান’ ছবিতে সলমানের সঙ্গে কাজ করেছিলেন সুস্মিতা। তবে…