আনলিমিটেড এলাহি ব্যুফে, তাও মাত্র ৯৯ টাকায়;এক গৃহবধূর সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প
বিজয় কুমার, নয়ডা: কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়! সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলেন নয়ডার গৃহবধূ অঞ্জু গিরি। বর্তমানে যিনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। আজ সেই গৃহিণীর এক সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্পই শুনে নেওয়া যাক। নয়ডার সেক্টর ৭১-এ থাকেন অঞ্জু। বরাবরই রান্নাবান্না করতে ভালবাসেন। আর সেই শখকেই ব্যবসায় রূপান্তরিত করার কথা ভেবেছিলেন তিনি। এটা বছর তিনেক আগের ঘটনা। যেমন ভাবা, তেমনি কাজ। ব্যবসার প্রাথমিক পর্যায়ে টিফিন পরিষেবা শুরু করেছিলেন ওই গৃহবধূ। তা-ও নিজের বাড়িতেই…