বস্তায় দানার মতো ওলটপালট! বিমানকাণ্ডে রক্ষা পেলেও ধনকুবেরের প্রাণ কাড়ল ডুবোযান
চার বছর আগে ভয়ঙ্কর বিমানকাণ্ডে রক্ষা পেলেও এড়াতে পারলেন না অতল জলে বিপদ৷ অতলান্তিকের গভীরে প্রাণ হারালেন পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ৷ সঙ্গে ছিলেন তাঁর ছেলে সুলেমানও৷ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে টাইটান ডুবোজাহাজে সওয়ার হয়েছিলেন পিতাপুত্র৷ আমেরিকা ও ইংল্যান্ডে উচ্চশিক্ষা সম্পন্ন করা শাহজাদা দাউদের সংস্থা ‘এনগ্রো’ পাকিস্তানের নামী কর্পোরেট সংস্থাগুলির মধ্যে অন্যতম৷ তাঁর বাবা হুসেইন দাউদও নিয়মিত থাকতেন ধনী পাকিস্তানি তালিকায়৷ এছাড়াও ওই যানে ছিলেন ব্রিটিশ ধনকুবের হ্যামিশ হার্ডিং৷ উড়ান শিল্পে তাঁর নাম ও সংস্থা প্রথম সারির একটি প্রতিষ্ঠান৷ দুঃসাহসিক…