General Knowledge: বাস-ট্রেনে উঠলেই দু চোখের পাতা খুলে রাখতে পারেন না? ঘুমে ঢুলের পড়ার আসল কারণ জানলে মাথা ঘুরে যাবে…
গাড়িতে বা ট্রেনে বসলে ঘুমিয়ে পড়ার এই অসুখ কম-বেশি অনেকেরই থাকে৷ কিন্তু কেন? তা জানেন কী? বাস বা ট্রেনে চড়ে বসলেই দুচোখে নেমে আসে রাজ্যের ঘুম৷ পাশে বসা যাত্রীদের অস্বস্তির কারণও হয়ে ওঠে এই অতিরিক্ত ঘুম৷ গাড়িতে বা ট্রেনে বসলে ঘুমিয়ে পড়ার এই অসুখ কম-বেশি অনেকেরই থাকে৷ কিন্তু কেন? তা জানেন কী৷ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালের মনস্তত্ত্ববিদ এবং চিকিৎসক অপর্ণা রামকৃষ্ণন জানিয়েছেন, এই অভ্যাস কিন্তু রীতিমতো অসুখ৷ গাড়ির চললে ঘুমিয়ে পড়ার এই অসুখের নাম ‘ওভারহোয়েলমিং সেন্স অফ স্লিপিনেস’…