Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ছাঁকনি নিয়ে র‌্যাম্পে হেঁটে ‘নতুন উরফি’ অনন্যা! বন্ধুর সমর্থনে কী করলেন সুহানা
ছাঁকনি নিয়ে র‌্যাম্পে হেঁটে ‘নতুন উরফি’ অনন্যা! বন্ধুর সমর্থনে কী করলেন সুহানা

অনন্যা পাণ্ডের প্যারিস ফ্যাশন উইকে রানওয়ে ওয়াক এখন টক অফ দ্য টাউন। বিএফএফকে সমর্থন জানাতে সেখানে হাজির ছিলেন সুহানা খানও। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন শাহরুখ-কন্যা। আর এবার ফ্রান্সের রাজধানি থেকে একগুচ্ছ আলো ঝলমলে ছবি শেয়ার করে নিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্যারিস ভ্রমণের ছবিগুলির একটি ক্যারোসেল শেয়ার করেছেন। এর মধ্যে বিভিন্ন সাজে তার অনেক স্থিরচিত্র অন্তর্ভুক্ত ছিল। একটিতে তার পরনে ছিল ধূসর রঙের সোয়েটার, সঙ্গে কালো লেগিংস, সঙ্গে ছিল বাদামী রঙের স্লিং ব্যাগ। আরেকটিতে তাঁকে একটি ক্যাফের…

Read More

চিনতে পারছেন এই খুদে ‘পাইলট’-কে, ইনিই এখন বলিউডের ক্রাশ, কে বলুন তো?
চিনতে পারছেন এই খুদে ‘পাইলট’-কে, ইনিই এখন বলিউডের ক্রাশ, কে বলুন তো?

তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে৷ ছোটবেলায় পাইলটের সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার আড়াল থেকে অভিনেত্রীকে পরপর প্রশ্ন করছেন বাবা চাঙ্কি পান্ডে৷ তিনি পাইলট নাকি বিমানসেবিকা? এই প্রশ্ন করতেই অভিনেত্রী জানান, তিনি পাইলট৷ তারপরই মেয়েকে বলেন, অনন্যা তোমাকে আজ খুব সুন্দর লাগছে৷ (Feed Source: news18.com)

Read More