গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন উদযাপন আব্রামের, পার্টিতে দেখা মিলল শাহরুখের?
১২ বছরে পা দিল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। কিং খানের ছেলেকে মা দিদিকে সঙ্গে নিয়েই জন্মদিনের উদযাপনে মাততে দেখা গেল। সঙ্গে ছিলেন পরিবারের নিকট আত্মীয় এবং বন্ধুরা। কিন্তু শাহরুখ খান বা আরিয়ান খানের দেখা গেল কি? কী ঘটেছে? গত ২৭ মে ১২ বছরে পা দিলেন আব্রাম। একটা ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও খুব বেশি জাঁকজমক বা আয়োজন ছিল না, কিন্তু দিদি সুহানা এবং মা গৌরী খানের সঙ্গে ছোট্ট আব্রামকে বেশ আদুরে মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে।…










