অম্বানিদের বিয়েতে থাকতেই হবে, বিদেশের ছুটি কাটছাঁট করে দেশে ফিরলেন শাহরুখ
মুম্বই: তাঁর বিয়ে বাড়িতে আসা নিয়ে জল্পনা ছিল। শোনা যাচ্ছিল, প্রিওয়েডিং-এ থাকলেও, অংশগ্রহণ করলেও বিবাহ বাসরে থাকতে পারবেন না তিনি। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে বিবাহ বাসরে হাজির রইলেন তিনি। একা নয়, সপরিবারে। শুক্রবার সন্ধেবেলা, সবুজ শেরওয়ানিতে যিনি বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে পা রাখতেই যিনি কেড়ে নিলেন সমস্ত আলো, তিনি আর কেউ নয়, শাহরুখ খান (Shah Rukh Khan)। সদ্য বিদেশে সপরিবারে ছুটি কাটাতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এর আগে, অম্বানিদের প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে মঞ্চে তাক লাগিয়েছিলেন শাহরুখ…

