বিদেশে বসে ফোন, হিমাচলের মহিলার ৭৭ লক্ষ টাকা প্রতারণায় কলকাতা থেকে গ্রেফতার ২
কলকাতা: হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন। ফোন ধরতে গিয়ে দেখলেন বিদেশের নম্বর। ফোন ধরতেই ওপর প্রান্ত থেকে বলা হল আপনার ভাই বা বোন ফিলাডেলফিয়াতে থাকেন তো? উনি পুলিশি ঝঞ্জাটে পড়েছেন। এখনই টাকা পাঠাতে হবে। এই কথা শুনেই উদ্বেগের অন্ত নেই। আসলে পুরোটাই একটা পাতা ফাঁদ। এমনই এক ফাঁদে পড়ে হিমাচলের এক মহিলা খুইয়েছেন প্রায় ৭৭ লক্ষ ২২ হাজার টাকা। আর এই প্রতারণার ফাঁদের কিনারা করতে শহরে আসে হিমাচল প্রদেশের পুলিশ। কড়েয়া থানা এলাকা থেকে মহম্মদ রেহান ও মহম্মদ আমির…