আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল
কলকাতা: গরুপাচার মামলায় আজও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mandal’s Daughter)। এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। আজই হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যাকে (Sukanya Mandal)। অপরদিকে, আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্য়ার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও। প্রসঙ্গত, একদিকে ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর (Accountant Manish Kothari) হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪…